কুন্তল কান্ডে জড়িত অভিনেত্রীর নাম ইডির কাছে জানতে চাইলো হাইকোর্ট

- আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 8
পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে উঠে কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতি মামলা।
এদিন নিয়োগ দুর্নীতিতে যুক্ত অভিনেত্রীর নাম জানতে চেয়ে ইডি-র কাছে হলফনামা তলব করল আদালত। সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি বলেন, ‘আমি শুনেছি এক অভিনেত্রী দুটি ফ্ল্যাটকে ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি?’ বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘এই অভিনেত্রীকে দেখতে চাই। তাঁর সিনেমাও দেখতে চাই।’তবে কে এই অভিনেত্রী? তাঁর সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে, কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেসব ব্যাপারে কিচ্ছু বলেননি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি কে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, -‘হলফনামা দিয়ে সেই নাম আদালতকে জানাতে হবে’।
এদিন কুন্তল ঘোষের মামলার শুনানি ছিল। তাঁর সঙ্গে একাধিক নেতানেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে কয়েক দিন ধরেই চর্চা চলছে রাজনীতিতে। সেই তালিকায় এক অভিনেত্রীও রয়েছেন বলে জানা গিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নামই জানাতে হবে’।
এদিন কুন্তল ঘোষের মামলার শুনানি ছিল। তাঁর সঙ্গে একাধিক নেতানেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে কয়েক দিন ধরেই চর্চা চলছে রাজনীতিতে। সেই তালিকায় এক অভিনেত্রীও রয়েছেন বলে জানা গিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নামই জানতে চেয়েছেন। এখন দেখার ইডি হলফনামায় কি জানায় কলকাতা হাইকোর্টের কাছে?