০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করতে কমিটি গড়ছে আইসিসি

পুবের কলম
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার
  • / 60

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের শাসন ব্যবস্থা তালিবানের হাতে যাওয়ার পরই রশিদ খান, মুহাম্মদ নবীদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল আইসিসি। তাদের অভিযোগ, তালিবান এসে আফগান মেয়েদের ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করেছে। ‘সবার জন্য খেলা’ নীতিতে বিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া স্থগিত করে দেয় আফগানিস্তান ছেলে দলের বিপক্ষে তাদের একমাত্র টেস্ট ম্যাচটি।

হোবার্টে আগামী ২৭ হওয়ার কথা ছিল ওই ম্যাচ। তালিবানের তরফ থেকে জানানো হয়েছে, তাদের দেশে মেয়েদের ক্রিকেট চলছে। যদিও এ ব্যাপারে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে আইসিসি।ওই কমিটির সদস্য পর্যালোচনা করবে আফগান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি।

আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান খাওয়াজাকে। কমিটিতে রয়েছেন রস ম্যাককলাম, লসন নাইডু ও রমিজ রাজা। আফগানিস্তান ক্রিকেট নিয়ে আগামী মাসে তারা প্রতিবেদন জমা দেবে। তাদের ওই প্রতিবেদনের ওপর অনেকটাই নির্ভর করবে আফগানদের ক্রিকেট ভাগ্য।

একটি বিজ্ঞপ্তিতে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, আফগানিস্তানে মহিলা ও পুরুষ ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চায় তারা। তিনি বলেন, ‘আফগানিস্তানের মহিলা ও পুরুষ ক্রিকেটের উন্নতি অব্যাহত রাখতে আইসিসি বোর্ড সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, তা করতে সবচেয়ে কার্যকর উপায় হল নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় আমাদের সদস্য বোর্ডকে সাহায্য করা।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করতে কমিটি গড়ছে আইসিসি

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের শাসন ব্যবস্থা তালিবানের হাতে যাওয়ার পরই রশিদ খান, মুহাম্মদ নবীদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল আইসিসি। তাদের অভিযোগ, তালিবান এসে আফগান মেয়েদের ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করেছে। ‘সবার জন্য খেলা’ নীতিতে বিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া স্থগিত করে দেয় আফগানিস্তান ছেলে দলের বিপক্ষে তাদের একমাত্র টেস্ট ম্যাচটি।

হোবার্টে আগামী ২৭ হওয়ার কথা ছিল ওই ম্যাচ। তালিবানের তরফ থেকে জানানো হয়েছে, তাদের দেশে মেয়েদের ক্রিকেট চলছে। যদিও এ ব্যাপারে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে আইসিসি।ওই কমিটির সদস্য পর্যালোচনা করবে আফগান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি।

আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান খাওয়াজাকে। কমিটিতে রয়েছেন রস ম্যাককলাম, লসন নাইডু ও রমিজ রাজা। আফগানিস্তান ক্রিকেট নিয়ে আগামী মাসে তারা প্রতিবেদন জমা দেবে। তাদের ওই প্রতিবেদনের ওপর অনেকটাই নির্ভর করবে আফগানদের ক্রিকেট ভাগ্য।

একটি বিজ্ঞপ্তিতে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, আফগানিস্তানে মহিলা ও পুরুষ ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চায় তারা। তিনি বলেন, ‘আফগানিস্তানের মহিলা ও পুরুষ ক্রিকেটের উন্নতি অব্যাহত রাখতে আইসিসি বোর্ড সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, তা করতে সবচেয়ে কার্যকর উপায় হল নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় আমাদের সদস্য বোর্ডকে সাহায্য করা।’