১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারের জেলযাত্রা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার
  • / 43

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের কারাবাসের সাজা শোনাল লন্ডনের একটি আদালত।

সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সীপ্রাক্তন এই টেনিস খেলোয়াড়। আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচতে নিজের সম্পত্তির পরিমাণ লুকিয়ে রাখেন বরিস।

বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে জানিয়েছে আদালত। লন্ডনের আদালত আরও জানিয়েছে, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন।

প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়। টেনিসের প্রাক্তন এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে।

১৯৯৯ সালে টেনিস কোর্ট কে আলবিদা জানান ” বুমবুম বেকার ” তিনটি উইম্বলডন ও ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন বরিস।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারের জেলযাত্রা

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের কারাবাসের সাজা শোনাল লন্ডনের একটি আদালত।

সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হন ৫৪ বছর বয়সীপ্রাক্তন এই টেনিস খেলোয়াড়। আদালত থেকে বলা হয়েছে, দেনার দায় থেকে বাঁচতে নিজের সম্পত্তির পরিমাণ লুকিয়ে রাখেন বরিস।

বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে জানিয়েছে আদালত। লন্ডনের আদালত আরও জানিয়েছে, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন।

প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়। টেনিসের প্রাক্তন এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে।

১৯৯৯ সালে টেনিস কোর্ট কে আলবিদা জানান ” বুমবুম বেকার ” তিনটি উইম্বলডন ও ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন বরিস।