০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন। প্রথমে ঠিক হয়েছিল ১৫ মে এই ট্রেনের উদ্বোধন হবে। কিন্তু এখন পিছিয়ে ১৮ মে করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই ট্রেনের উদ্বোধনের কথা ছিল।

অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই বন্দে ভারত এক্সপ্রেস। সদ্য শেষ হয়েছে ট্রায়াল রান। তারপর থেকে উদ্বোধনের দিনক্ষণ স্থীর হয়েছিল। কিন্তু পিছিয়ে গেল দিনক্ষণ।

ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।  প্রধানমন্ত্রীর দফতর থেকে উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে শুরু সময় থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে বিতর্ক অব্যাহত ছিল। একাধিকবার এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে আসে।

দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, হাওড়া-পুরী বন্দে ভারত দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ৫০০ কিলোমিটারের যাত্রাপথে মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে পুরীর উদ্দেশে সকাল ৬টা ২০ মিনিটে রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেটি পুরী পৌঁছে যাওয়ার কথা। সেখান থেকে ফের ১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া চলে আসবে। হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হাওড়া-পুরী শতাব্দী। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। কিন্তু, বন্দে ভারত এক্সপ্রেসে এই সময় আরও প্রায় ১ ঘণ্টা কমে যাবে বলে জানা যাচ্ছে।  খাতায় কলমে এই ট্রেনের পরিচালনার ভার খড়্গপুর ডিভিশনের হাতে থাকলেও তার উদ্বোধন ওড়িশা রাজ্যের  পুরী থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন

আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন। প্রথমে ঠিক হয়েছিল ১৫ মে এই ট্রেনের উদ্বোধন হবে। কিন্তু এখন পিছিয়ে ১৮ মে করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই ট্রেনের উদ্বোধনের কথা ছিল।

অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই বন্দে ভারত এক্সপ্রেস। সদ্য শেষ হয়েছে ট্রায়াল রান। তারপর থেকে উদ্বোধনের দিনক্ষণ স্থীর হয়েছিল। কিন্তু পিছিয়ে গেল দিনক্ষণ।

ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।  প্রধানমন্ত্রীর দফতর থেকে উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে শুরু সময় থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে বিতর্ক অব্যাহত ছিল। একাধিকবার এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে আসে।

দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, হাওড়া-পুরী বন্দে ভারত দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ৫০০ কিলোমিটারের যাত্রাপথে মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে পুরীর উদ্দেশে সকাল ৬টা ২০ মিনিটে রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেটি পুরী পৌঁছে যাওয়ার কথা। সেখান থেকে ফের ১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া চলে আসবে। হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হাওড়া-পুরী শতাব্দী। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। কিন্তু, বন্দে ভারত এক্সপ্রেসে এই সময় আরও প্রায় ১ ঘণ্টা কমে যাবে বলে জানা যাচ্ছে।  খাতায় কলমে এই ট্রেনের পরিচালনার ভার খড়্গপুর ডিভিশনের হাতে থাকলেও তার উদ্বোধন ওড়িশা রাজ্যের  পুরী থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।