০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তেলেঙ্গানায় বন্যার খবর সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেলেন সাংবাদিক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার
  • / 92

পুবের কলম, ওয়েবডেস্ক : বানভাসি তেলেঙ্গানা। খবর সংগ্রহ করতে গিয়ে বন্যার জলে ভেসে গেলেন তেলেঙ্গানার এনটিভি’র সাংবাদিক জমীর। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

সাংবাদিক জমীর তেলেঙ্গানার বন্যা বিপর্যস্ত গ্রাম বোর্নাপল্লী রাইকল মন্ডলে খবর সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানেই জলের স্রোতে তিনি ভেসে গিয়েছেন বলে খবর। বন্যায় প্লাবিত জগতিয়াল জেলার রাস্তা। গাড়ি নিয়ে সেই রাস্তা পার হতে গিয়েই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বন্যায় গোদাবরী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। সেই দুর্যোগ কবলিত এলাকায় আটকে পড়েন ৯ জন শ্রমিক। তারা কি অবস্থায় আছেন তা জানতে ও সেই উদ্ধার অভিযানের খবর সংগ্রহ করতে সাংবাদিক জমীর ও তার সহকর্মী সৈয়দ রিয়াজ আলি একটি গাড়ি নিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহারউদ্দিন

খবর করে ফেরার সময় তারা রামোজীপেটের প্রধান রাস্তা দিয়ে না এসে শর্টকার্টে রামোজীপেটের এসসি কলোনি হয়ে ভূপাতিপূর এসসি কলোনি হয়ে আসছিলেন। বন্যার জলে প্লাবিত রাস্তাটি দিয়ে আসার সময় তাদের গাড়িটি জলের স্রোতে ভেসে যায়। রিয়াজ গাড়ি থেকে নেমে কোনও রকমে নিজেকে বাঁচাতে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেন। গাড়ি সমেত ভেসে যান জমীর। খোঁজ মেলেনি সাংবাদিক জমীরের। সাংবাদিকের সন্ধানে খোঁজ শুরু হয়েছে। স্থানীয় মানুষ জানিয়েছে, জলের স্রোতে তারা একটি গাড়িকে ভেসে যেতে দেখেন। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সাংবাদিকের তল্লাশিতে হাত লাগিয়েছে স্থানীয়রাও।

আরও পড়ুন: তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!

উল্লেখ্য, গত কয়েকদিনের অবিরাম ধরে চলা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার জগতিয়াল জেলা। গত দুদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আদিলাবাদ, কামারেডি, করিমনগর, কোমারম ভীম, মানচিরিল, মেদক, নিজামবাদ সহ আরও বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। গত কয়েকদিন আগেই মৌসম বিভাগের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: তেলেঙ্গানায় স্থানীয় ভোটে ৪২% বি সি সংরক্ষণ কার্যকর করতে যাচ্ছে সরকার

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধায়ক ও আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলায় সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলেঙ্গানায় বন্যার খবর সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেলেন সাংবাদিক

আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : বানভাসি তেলেঙ্গানা। খবর সংগ্রহ করতে গিয়ে বন্যার জলে ভেসে গেলেন তেলেঙ্গানার এনটিভি’র সাংবাদিক জমীর। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

সাংবাদিক জমীর তেলেঙ্গানার বন্যা বিপর্যস্ত গ্রাম বোর্নাপল্লী রাইকল মন্ডলে খবর সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানেই জলের স্রোতে তিনি ভেসে গিয়েছেন বলে খবর। বন্যায় প্লাবিত জগতিয়াল জেলার রাস্তা। গাড়ি নিয়ে সেই রাস্তা পার হতে গিয়েই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বন্যায় গোদাবরী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। সেই দুর্যোগ কবলিত এলাকায় আটকে পড়েন ৯ জন শ্রমিক। তারা কি অবস্থায় আছেন তা জানতে ও সেই উদ্ধার অভিযানের খবর সংগ্রহ করতে সাংবাদিক জমীর ও তার সহকর্মী সৈয়দ রিয়াজ আলি একটি গাড়ি নিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহারউদ্দিন

খবর করে ফেরার সময় তারা রামোজীপেটের প্রধান রাস্তা দিয়ে না এসে শর্টকার্টে রামোজীপেটের এসসি কলোনি হয়ে ভূপাতিপূর এসসি কলোনি হয়ে আসছিলেন। বন্যার জলে প্লাবিত রাস্তাটি দিয়ে আসার সময় তাদের গাড়িটি জলের স্রোতে ভেসে যায়। রিয়াজ গাড়ি থেকে নেমে কোনও রকমে নিজেকে বাঁচাতে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেন। গাড়ি সমেত ভেসে যান জমীর। খোঁজ মেলেনি সাংবাদিক জমীরের। সাংবাদিকের সন্ধানে খোঁজ শুরু হয়েছে। স্থানীয় মানুষ জানিয়েছে, জলের স্রোতে তারা একটি গাড়িকে ভেসে যেতে দেখেন। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সাংবাদিকের তল্লাশিতে হাত লাগিয়েছে স্থানীয়রাও।

আরও পড়ুন: তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!

উল্লেখ্য, গত কয়েকদিনের অবিরাম ধরে চলা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানার জগতিয়াল জেলা। গত দুদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আদিলাবাদ, কামারেডি, করিমনগর, কোমারম ভীম, মানচিরিল, মেদক, নিজামবাদ সহ আরও বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। গত কয়েকদিন আগেই মৌসম বিভাগের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: তেলেঙ্গানায় স্থানীয় ভোটে ৪২% বি সি সংরক্ষণ কার্যকর করতে যাচ্ছে সরকার

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধায়ক ও আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলায় সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।