ভারতীয় ফুটবলে শুরু খালিদ যুগ

- আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নির্বাচিত হলেন খালিদ জামিল। বেশ কিছুদিন ধরেই ভারতীয় ফুটবল দলের কোচ নিয়ে টালবাহানা চলছিল। মানোলো মার্কুয়েজের পরবর্তী কোচ কে হতে পারেন সেটা নিয়ে অনেক জল্পনা চলেছে। কখনো উঠে এসেছে সঞ্জয় সেনের নাম, আবার জাভি, গুয়ারদিওয়ালার মতো কোচের প্রোফাইলও নাকি এসেছিল এই আই এফ এফ এর দরবারে।
যদিও কেউ বলছেন জাভি ও গুয়ারদিওয়ালার বিষয়টি ভুয়ো, ফেডারেশন আবার তাকে ধামাচাপা দেওয়ার নানা চেষ্টা করেছে। যদিও সব জল্পনার অবসান ঘটলো শুক্রবার। ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী বেশ কিছু দিনের জন্য ভারতীয় দলের কোচিং করাবেন খালিদ জামিল।
ভারতীয় ফুটবলে খালিদ জামিলের অবদান খুব একটা কম নয়। প্রথমবার দায়িত্ব নিয়েই আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপর ইস্টবেঙ্গলে এসেছিলেন কোচ হিসেবে, কিন্তু সাফল্য পাননি। তবে আই এস এলে জামশেদপুরকে দারুন সাফল্য দিয়েছেন খালিদ। চ্যাম্পিয়ন না হতে পারলেও প্লে অফে তুলেছেন জামশেদপুরকে।
আর ভারতীয় ফুটবলের ক্লাব ক্যারিয়ারে তার সাফল্যের কথা বিবেচনা করেই এবার তাকে কোচ হিসেবে নিযুক্ত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আপাতত খালিদ জামিলের প্রশিক্ষনেই সুনীল ছেত্রীদের দলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।