২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ আফগান ইহুদি আশ্রয় নিলেন তুরস্কে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
  • / 24

পুবেরকলম ওয়েবডেস্কঃ ইহুদি হওয়া সত্ত্বেও কোনও বাধা দেয়নি তালিবান–  না দিয়েছে মেরে ফেলার হুমকি। এ থেকেই বোঝা যায় পশ্চিমা মিডিয়া তালিবান নিয়ে শুধু অপপ্রচার চালাতেই ব্যস্ত থাকে। কথা মতোই সকলের স্বাধীনতা রক্ষা করছে সশস্ত্র দলটি। তারই প্রমাণ এই ঘটনা। আফগানিস্তানে থাকা সর্বশেষ ইহুদি বাসিন্দা নিজের ইচ্ছায় আফগানিস্তান ছেড়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন।

জেবুলুন সিমানতভ নামের এই ব্যক্তিকে তুরস্ক ভিসা দেওয়ার পর রবিবার তিনি ইস্তান্বুলে পৌছেছেন। সশস্ত্র আফগান রাজনৈতিক দল তালিবানের কাবুল নিয়ন্ত্রণের পর পরই অবশ্য দেশটির একমাত্র ইহুদি নাগরিক জেবুলুন সিমানতভকে বের করে নিয়ে আসা হয়। তবে তার আগে সিমানতভ বলেছিলেন তালিবানের সঙ্গে থাকতে তার কোনও সমস্যা হয়নি বরং ওদের কাছে নিরাপদ বোধ করেন।  

আরও পড়ুন: নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় ১০০ রোহিঙ্গা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল পৌছেছেন সিমানতভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইস্তানবুলের রাব্বি  মেনদি ছিত্রিক। ভিসা ও অন্য সহায়তা দেওয়ার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান জেবুলুন সিমানতভ। ৬২ বছর বয়সী সিমানতভ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানী কাবুলেই বসবাস করতেন। আফগানিস্তানে দীর্ঘদিনের চলমান যুদ্ধে দেশটিতে বাস করা ইহুদি জনগোষ্ঠী অন্য দেশে অভিবাসন করে। এমনকি সিমানতভের পরিবারপরিজনও আফগানিস্তান ছেড়ে চলে যায়। কিন্তু সিমানতভ এতদিন একাই দেশটিতে রয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: মায়ানমার থেকে ৩০ হাজারের বেশি মিজো মিজোরামের আশ্রয়ে

আরও পড়ুন: শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে দেশ ছাড়ছে মানুষ!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্বশেষ আফগান ইহুদি আশ্রয় নিলেন তুরস্কে

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার

পুবেরকলম ওয়েবডেস্কঃ ইহুদি হওয়া সত্ত্বেও কোনও বাধা দেয়নি তালিবান–  না দিয়েছে মেরে ফেলার হুমকি। এ থেকেই বোঝা যায় পশ্চিমা মিডিয়া তালিবান নিয়ে শুধু অপপ্রচার চালাতেই ব্যস্ত থাকে। কথা মতোই সকলের স্বাধীনতা রক্ষা করছে সশস্ত্র দলটি। তারই প্রমাণ এই ঘটনা। আফগানিস্তানে থাকা সর্বশেষ ইহুদি বাসিন্দা নিজের ইচ্ছায় আফগানিস্তান ছেড়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন।

জেবুলুন সিমানতভ নামের এই ব্যক্তিকে তুরস্ক ভিসা দেওয়ার পর রবিবার তিনি ইস্তান্বুলে পৌছেছেন। সশস্ত্র আফগান রাজনৈতিক দল তালিবানের কাবুল নিয়ন্ত্রণের পর পরই অবশ্য দেশটির একমাত্র ইহুদি নাগরিক জেবুলুন সিমানতভকে বের করে নিয়ে আসা হয়। তবে তার আগে সিমানতভ বলেছিলেন তালিবানের সঙ্গে থাকতে তার কোনও সমস্যা হয়নি বরং ওদের কাছে নিরাপদ বোধ করেন।  

আরও পড়ুন: নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় ১০০ রোহিঙ্গা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল পৌছেছেন সিমানতভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইস্তানবুলের রাব্বি  মেনদি ছিত্রিক। ভিসা ও অন্য সহায়তা দেওয়ার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান জেবুলুন সিমানতভ। ৬২ বছর বয়সী সিমানতভ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানী কাবুলেই বসবাস করতেন। আফগানিস্তানে দীর্ঘদিনের চলমান যুদ্ধে দেশটিতে বাস করা ইহুদি জনগোষ্ঠী অন্য দেশে অভিবাসন করে। এমনকি সিমানতভের পরিবারপরিজনও আফগানিস্তান ছেড়ে চলে যায়। কিন্তু সিমানতভ এতদিন একাই দেশটিতে রয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: মায়ানমার থেকে ৩০ হাজারের বেশি মিজো মিজোরামের আশ্রয়ে

আরও পড়ুন: শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে দেশ ছাড়ছে মানুষ!