আজ ইউপিতে শেষ দফা ভোট,নজরে মোদি গড় বারাণসী,
- আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ উত্তরপ্রদেশে শেষ তথা সপ্তম দফার ভোট।সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ নজরে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসী। এর সঙ্গে অবশ্যই নজরে থাকবে আজমগড় এবং মির্জাপুরের মত কেন্দ্রগুলিও। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৫.৫%।লড়াই মূলত দ্বিপাক্ষিক,বিজেপি এবং সমাজবাদীর পার্টির মধ্যে।সপ্তম তথা শেষ দফায় মোট ৯টি জেলায় ৬১৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। মউ, আজমগড়, জৌনপুর, গাজিপুর, বারাণসী, চান্দৌলি, মির্জাপুর ও ভাদোহিতে চলছে ভোটগ্রহণ ৷
এই দফার ভোটে অবশ্যই আকর্ষনের শীর্ষে বারাণসী। কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সমর্থনে এখানে নির্বাচনী জনসভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবারের মতোই নিজেদের আধিপত্য বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির ৷ অপরদিকে, কর্মসংস্থানকে ইস্যু করে যুব সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া অখিলেশ যাদবের দল ৷
এই কেন্দ্রে পিন্দ্রা, অজগরা, শিবপুর, রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্টনমেন্ট ও সেবাপুরী বিধানসভা আসনের জন্য চলছে লড়াই ৷ বারাণসীর ৮টি আসনের মধ্যে ৬টিতেই শক্ত জমি রয়েছে বিজেপির ৷ তবে ছবিটা আলাদা বারাণসী দক্ষিণ ও বারাণসী ক্যান্টনমেন্টে ৷ প্রথমটিতে বিজেপির সংস্কৃতি মন্ত্রী নীলকান্ত তিওয়ারি লড়ছেন সপার কিষান দীক্ষিতের বিরুদ্ধে ৷ তিনি আবার মৃত্যুঞ্জয় মহাদেবের প্রধান পুরোহিত ৷ আর বারাণসী ক্যান্টনমেন্টে বিজেপির সৌরভ শ্রীবাস্তবের মুখোমুখি সপার পূজা যাদব ৷ ফলে লড়াই সমানে সমানে এইকথা বলাই বাহুল্য।
প্রধানমন্ত্রী নিজে তাঁর কেন্দ্রে দু –তিন দিন থেকে স্থানীয় মানুষজন, দোকানদারদের সঙ্গে কথা বলেছেন, জনসংযোগ বাড়িয়েছেন ৷ সেই একই দিনে বিপুল সংখ্যক জনতাকে নিয়ে মিছিলে সামিল হন তিনি ৷ কাশী বিশ্বনাথের মন্দিরে বসে ডমরু বাজিয়ে আম জনতার সঙ্গে মিশে যান দেশের প্রধানমন্ত্রী । অন্যদিকে প্রচারে ঝড় তুলেছেন কংগ্রেসের রাহুল গান্ধি এবং সমাজবাদি পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও।