০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ কখনও আমাদের আয়ত্ত্বের বাইরে যায়নিঃ ড্যারেল মিচেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 48

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ৪৭ বলে  অপরাজিত ৭২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ন অবদান রাখছেন কিউয়ি ওপেনার ড্যারেল মিচেল। ম্যাচ শেষে এই প্রসঙ্গে নিজের অনুভুতিকে ‘অসাধারণ’  বলে আখ্যা দিলেন মিচেল। সঙ্গে জানিয়েছেন–  ম্যাচ কখনই তাদের আয়ত্ত্বের বাইরে যায়নি।

সেমিতে রান তাড়া করতে নেমে একসময় ১০৭ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের।

আরও পড়ুন: ১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

সেই প্রসঙ্গে মিচেলের বক্তব্য–  একবারও মনে হয়নি–  আমরা প্রয়োজনীয় রান তুলতে পারব না। তাই একবারও ঘাবড়ে যাইনি। আমরা একদম ঠিকঠাক খেলেছি।

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

এই ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’  নির্বাচিত হওয়া মিচেল আরও বলেন– ‘আমাদের ছোট্ট দেশে জনসংখ্যা মাত্র ৫০ লক্ষ। দেশের হয়ে মাঠে নামাটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। গত কয়েকবছরে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দটা উপভোগ করে আমরা দ্রুত নিজেদের খেলার পরিবেশের মধ্যে ঢুকিয়ে নেব। রবিবার আমাদের ফাইনালে নামাতে হবে। সেখানে প্রতিপক্ষ যে  দলই হোক না  কেন– ভালো খেলা হবে আমার  বিশ্বাস।

আরও পড়ুন: পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যাচ কখনও আমাদের আয়ত্ত্বের বাইরে যায়নিঃ ড্যারেল মিচেল

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ৪৭ বলে  অপরাজিত ৭২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ন অবদান রাখছেন কিউয়ি ওপেনার ড্যারেল মিচেল। ম্যাচ শেষে এই প্রসঙ্গে নিজের অনুভুতিকে ‘অসাধারণ’  বলে আখ্যা দিলেন মিচেল। সঙ্গে জানিয়েছেন–  ম্যাচ কখনই তাদের আয়ত্ত্বের বাইরে যায়নি।

সেমিতে রান তাড়া করতে নেমে একসময় ১০৭ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের।

আরও পড়ুন: ১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

সেই প্রসঙ্গে মিচেলের বক্তব্য–  একবারও মনে হয়নি–  আমরা প্রয়োজনীয় রান তুলতে পারব না। তাই একবারও ঘাবড়ে যাইনি। আমরা একদম ঠিকঠাক খেলেছি।

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

এই ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’  নির্বাচিত হওয়া মিচেল আরও বলেন– ‘আমাদের ছোট্ট দেশে জনসংখ্যা মাত্র ৫০ লক্ষ। দেশের হয়ে মাঠে নামাটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। গত কয়েকবছরে আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দটা উপভোগ করে আমরা দ্রুত নিজেদের খেলার পরিবেশের মধ্যে ঢুকিয়ে নেব। রবিবার আমাদের ফাইনালে নামাতে হবে। সেখানে প্রতিপক্ষ যে  দলই হোক না  কেন– ভালো খেলা হবে আমার  বিশ্বাস।

আরও পড়ুন: পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি