১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশনের নাম কুত্তা, বাপ, নানা, দারু, শুয়ার!

বিশেষ প্রতিবেদন: বৈচিত্র্যে ভরপুর ভারত। বৈচিত্র্য ভাষাতেও। কোনও শব্দ কোথাও বুলি বা কথ্য ভাষা,  সেই শব্দটি আবার অন্য জায়গায় গালি ভাষা-সংস্কৃতির বৈচিত্র ছড়িয়ে রয়েছে দেশের সর্বত্র। ব্যতিক্রম নয় ভারতীয় রেলের ক্ষেত্রেও। দেশের লাইফলাইন হিসাবে পরিচিত ভারতীয় রেলের প্রায় ৬৮ হাজার কিলোমিটার বিস্তৃত পথে এমন অনেক স্টেশন আছে যার নাম শুনলে কখনও বিস্ময়ে ভুরু কুঁচকে যায়,  তো কখনও ওঠে হাসির রোল। এমন কিছু বাছাই স্টেশনের নাম সম্প্রতি এক তালিকায় উঠে এসেছে।

স্টেশনের নাম কুত্তা, বাপ, নানা, দারু, শুয়ার!

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

দারুঃ হিন্দিতে মদকে দারু বলে। অথচ দারু নামে একটি স্টেশন আছে ঝাড়খণ্ডে। হাজারিবাগ জেলায় এই নামে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামের রেল স্টেশনটির নামও দারু।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

 

বাপ ও নানাঃ রাজস্থানের যোধপুরে আছে ‘বাপ ও চিমনপুরায় রয়েছে ‘নানা’ নামে দু’টি স্টেশন।

 

কুত্তাঃ দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে আছে ‘কুত্তা’ নামে একটি রেল স্টেশন। কুকুর বা সারমেয়কে গালিচ্ছলে ‘কুত্তা’ বলা হলেও কর্নাটকের নাগারহোল জাতীয় উদ্যাদের প্রবেশ পথে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর স্টেশন ‘কুত্তা’। স্টেশনের পাশ দিয়েই বয়ে চলেছে কাবেরি নদী।

 

শুয়ারঃ হ্যাঁ ঠিকই পড়ছেন। শুয়ার নামেই উত্তরপ্রদেশের রামপুর জেলায় রয়েছে একটি রেল স্টেশন।

 

স্ন্যাপডিল ডট কম নগরঃ জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম স্ন্যাপডিলের নামে উত্তরপ্রদেশে রয়েছে একটি রেল স্টেশন। তবে স্টেসনটির এমন নামকরণের পেছনে রয়েছে এক করুণ আর মানবিক কাহিনি। গ্রামটির আগে নাম ছিল শিব নগর। মুজফফরনগরের এই গ্রামটিতে ছিল না সুপেয় জলের ব্যবস্থা।

পানীয় জল সংগ্রহের জন্য গ্রামবাসীদের পাড়ি দিতে হত মাইলের পর মাইল রাস্তা। অবশেষে স্ন্যাপডিলের তরফে শিব নগরে ১৫টি টিউবওয়েল বসানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরই গ্রামবাসীদের সময়েও সিদ্ধান্তে কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে শিব নগরের নাম বদলে রাখার হয় ‘স্ন্যাপডিল ডট কম নগর’।

 

নামহীন স্টেশনঃ দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে রয়েছে একটি নামহীন স্টেশন। বলা যায়, দেশের  ৭৩৪৯টি রেল স্টেশনের মধ্যে একমাত্র নামহীন স্টেশন রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। রায়না গ্রামে ২০০৮ সালে স্টেশনটি তৈরি হলে প্রতিবেশী দুই গ্রামের মানুষদের মধ্যে তুমুল বিরোধের কারণে এখনও কোনও নাম নেই স্টেশনটির। লড়াই রায়না ও রায়নগরের মধ্যে।

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্টেশনের নাম কুত্তা, বাপ, নানা, দারু, শুয়ার!

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

বিশেষ প্রতিবেদন: বৈচিত্র্যে ভরপুর ভারত। বৈচিত্র্য ভাষাতেও। কোনও শব্দ কোথাও বুলি বা কথ্য ভাষা,  সেই শব্দটি আবার অন্য জায়গায় গালি ভাষা-সংস্কৃতির বৈচিত্র ছড়িয়ে রয়েছে দেশের সর্বত্র। ব্যতিক্রম নয় ভারতীয় রেলের ক্ষেত্রেও। দেশের লাইফলাইন হিসাবে পরিচিত ভারতীয় রেলের প্রায় ৬৮ হাজার কিলোমিটার বিস্তৃত পথে এমন অনেক স্টেশন আছে যার নাম শুনলে কখনও বিস্ময়ে ভুরু কুঁচকে যায়,  তো কখনও ওঠে হাসির রোল। এমন কিছু বাছাই স্টেশনের নাম সম্প্রতি এক তালিকায় উঠে এসেছে।

স্টেশনের নাম কুত্তা, বাপ, নানা, দারু, শুয়ার!

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

দারুঃ হিন্দিতে মদকে দারু বলে। অথচ দারু নামে একটি স্টেশন আছে ঝাড়খণ্ডে। হাজারিবাগ জেলায় এই নামে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামের রেল স্টেশনটির নামও দারু।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

 

বাপ ও নানাঃ রাজস্থানের যোধপুরে আছে ‘বাপ ও চিমনপুরায় রয়েছে ‘নানা’ নামে দু’টি স্টেশন।

 

কুত্তাঃ দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে আছে ‘কুত্তা’ নামে একটি রেল স্টেশন। কুকুর বা সারমেয়কে গালিচ্ছলে ‘কুত্তা’ বলা হলেও কর্নাটকের নাগারহোল জাতীয় উদ্যাদের প্রবেশ পথে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর স্টেশন ‘কুত্তা’। স্টেশনের পাশ দিয়েই বয়ে চলেছে কাবেরি নদী।

 

শুয়ারঃ হ্যাঁ ঠিকই পড়ছেন। শুয়ার নামেই উত্তরপ্রদেশের রামপুর জেলায় রয়েছে একটি রেল স্টেশন।

 

স্ন্যাপডিল ডট কম নগরঃ জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম স্ন্যাপডিলের নামে উত্তরপ্রদেশে রয়েছে একটি রেল স্টেশন। তবে স্টেসনটির এমন নামকরণের পেছনে রয়েছে এক করুণ আর মানবিক কাহিনি। গ্রামটির আগে নাম ছিল শিব নগর। মুজফফরনগরের এই গ্রামটিতে ছিল না সুপেয় জলের ব্যবস্থা।

পানীয় জল সংগ্রহের জন্য গ্রামবাসীদের পাড়ি দিতে হত মাইলের পর মাইল রাস্তা। অবশেষে স্ন্যাপডিলের তরফে শিব নগরে ১৫টি টিউবওয়েল বসানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরই গ্রামবাসীদের সময়েও সিদ্ধান্তে কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে শিব নগরের নাম বদলে রাখার হয় ‘স্ন্যাপডিল ডট কম নগর’।

 

নামহীন স্টেশনঃ দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে রয়েছে একটি নামহীন স্টেশন। বলা যায়, দেশের  ৭৩৪৯টি রেল স্টেশনের মধ্যে একমাত্র নামহীন স্টেশন রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। রায়না গ্রামে ২০০৮ সালে স্টেশনটি তৈরি হলে প্রতিবেশী দুই গ্রামের মানুষদের মধ্যে তুমুল বিরোধের কারণে এখনও কোনও নাম নেই স্টেশনটির। লড়াই রায়না ও রায়নগরের মধ্যে।