০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুরনো সংসদেই বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্ক: : ২০২৩-এর বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জুলাই। পুরনো সংসদ ভবনেই এই অধিবেশন শুরু হবে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, বর্ষাকালীন অধিবেশন পুরনো ভবনে শুরু হলেও মাঝপথে নতুন ভবনে অধিবেশন করার মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার।  অধিবেশনের তারিখ অনুমোদন করেছে সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ)। অধিবেশনের তারিখ নির্ধারণে কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ট্যুইট করে জানিয়েছেন, বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। রাজনৈতিক দলগুলিকে অধিবেশন চলাকালীন ফলপ্রসূ আলোচনায় অবদান রাখার আহ্বান জানান তিনি। প্রহ্লাদ যোশী হিন্দিতে একটি ট্যুইট করে বলেন, অধিবেশনটি ২৩ দিন ধরে চলবে, মোট ১৭টি বৈঠক হবে।’

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

তবে সূত্রের খবর, আগামী বছরের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই আবহের প্রভাব অধিবেশনের উত্তাপ বাড়াতে পারে। বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত একটি বিল পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন:         প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য  ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করল কর্নাটক সরকার

অধিবেশন চলাকালীন, সরকার দিল্লির রাজধানী অঞ্চল (সংশোধন) অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য একটি বিল আনতে পারে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে, এটিও পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত ফাউন্ডেশনটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের গবেষণা দক্ষতা বাড়ানোর জন্য একটি নতুন অর্থায়ন সংস্থা হবে।

আরও পড়ুন: মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা

উল্লেখ্য, গত ২৮ মে প্রধানমন্ত্রী মোদি নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন সংসদ ভবনের ভিতরের কোনও কোনও কাজ এখনও বাকি। জোরকদমে সেটা শেষ করার চেষ্টা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ শেষ না করা যায়, তাহলে পুরনো সংসদে অধিবেশন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরনো সংসদেই বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : ২০২৩-এর বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জুলাই। পুরনো সংসদ ভবনেই এই অধিবেশন শুরু হবে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, বর্ষাকালীন অধিবেশন পুরনো ভবনে শুরু হলেও মাঝপথে নতুন ভবনে অধিবেশন করার মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার।  অধিবেশনের তারিখ অনুমোদন করেছে সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ)। অধিবেশনের তারিখ নির্ধারণে কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ট্যুইট করে জানিয়েছেন, বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী ২০ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। রাজনৈতিক দলগুলিকে অধিবেশন চলাকালীন ফলপ্রসূ আলোচনায় অবদান রাখার আহ্বান জানান তিনি। প্রহ্লাদ যোশী হিন্দিতে একটি ট্যুইট করে বলেন, অধিবেশনটি ২৩ দিন ধরে চলবে, মোট ১৭টি বৈঠক হবে।’

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

তবে সূত্রের খবর, আগামী বছরের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই আবহের প্রভাব অধিবেশনের উত্তাপ বাড়াতে পারে। বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত একটি বিল পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন:         প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য  ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করল কর্নাটক সরকার

অধিবেশন চলাকালীন, সরকার দিল্লির রাজধানী অঞ্চল (সংশোধন) অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য একটি বিল আনতে পারে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে, এটিও পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত ফাউন্ডেশনটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের গবেষণা দক্ষতা বাড়ানোর জন্য একটি নতুন অর্থায়ন সংস্থা হবে।

আরও পড়ুন: মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা

উল্লেখ্য, গত ২৮ মে প্রধানমন্ত্রী মোদি নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন সংসদ ভবনের ভিতরের কোনও কোনও কাজ এখনও বাকি। জোরকদমে সেটা শেষ করার চেষ্টা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ শেষ না করা যায়, তাহলে পুরনো সংসদে অধিবেশন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।