৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কালনা মহকুমা হাসপাতালে খোলা হল নতুন ওয়ার্ড

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্ক : বর্তমানে বর্ষাকালীন এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বেড়েই চলছে। এই মুহুর্তে কালনায় ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ডাক্তারদের মতে প্রচণ্ড গরম ও রাত্রিকালীন বৃষ্টির জন্য জমে থাকা জলে মশার বংশবৃদ্ধি বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কালনা মহকুমা হাসপাতালে এই জ্বরে আক্রান্ত রোগীদের সুবিধার্থে নতুন ওয়ার্ড খোলার চিন্তাভাবনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে আক্রান্তদের দ্রুত রক্ত পরীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত জানা গেছে কালনা মহকুমা হাসপাতালে মোট ৩৮ জন জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৪ জনের ডেঙ্গির পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। ৪ জনেরই জ্বর, মাথা ঘোরি,ও বমি উপসর্গ রয়েছে।

ওই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই অগাস্টের শুরুতেই নতুন ওয়ার্ড চালু করা হবে। বর্তমান আবহাওয়ার তারতম্যের কারণেই এই ভাইরাস জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বাড়ছে।

আরও পড়ুন: কাউন্সিলারের সই জাল করে একাধিক নথি তৈরির অভিযোগে গ্রেপ্তার এক সোনারপুরে

পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরের যৌথ প্রয়াসে ডেঙ্গি-প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানোর কাজ পুরোদমে চলছে। আশা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কালনা মহকুমা হাসপাতালে খোলা হল নতুন ওয়ার্ড

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : বর্তমানে বর্ষাকালীন এই পরিস্থিতিতে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বেড়েই চলছে। এই মুহুর্তে কালনায় ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ডাক্তারদের মতে প্রচণ্ড গরম ও রাত্রিকালীন বৃষ্টির জন্য জমে থাকা জলে মশার বংশবৃদ্ধি বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কালনা মহকুমা হাসপাতালে এই জ্বরে আক্রান্ত রোগীদের সুবিধার্থে নতুন ওয়ার্ড খোলার চিন্তাভাবনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে আক্রান্তদের দ্রুত রক্ত পরীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত জানা গেছে কালনা মহকুমা হাসপাতালে মোট ৩৮ জন জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৪ জনের ডেঙ্গির পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। ৪ জনেরই জ্বর, মাথা ঘোরি,ও বমি উপসর্গ রয়েছে।

ওই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই অগাস্টের শুরুতেই নতুন ওয়ার্ড চালু করা হবে। বর্তমান আবহাওয়ার তারতম্যের কারণেই এই ভাইরাস জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বাড়ছে।

আরও পড়ুন: কাউন্সিলারের সই জাল করে একাধিক নথি তৈরির অভিযোগে গ্রেপ্তার এক সোনারপুরে

পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরের যৌথ প্রয়াসে ডেঙ্গি-প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানোর কাজ পুরোদমে চলছে। আশা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।