পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব এ বার সাত দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২৪৩ আসনের মধ্যে মাত্র ১০ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজ্যের মোট জনসংখ্যার ১৭.৭ শতাংশ মুসলিম হলেও তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব এ বার বড় ভাবে কমেছে। শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন,দুই পক্ষই আগের তুলনায় কম মুসলিম প্রার্থী দেয়, এবং যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের বেশির ভাগই পরাজিত হয়েছেন।
নির্বাচিত ১০ জনের মধ্যে পাঁচ জনই আসাদউদ্দিন ওয়েইসির মিম দলের, যা এ বার সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক দিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ চার জন মুসলিমকে টিকিট দিয়েছিল, কিন্তু জয় পেয়েছেন কেবল মহম্মদ জামা খান, গতবার বিএসপি থেকে জিতলেও এ বার জেডিইউ-তে যোগ দেন। এনডিএ-র শরিক এলজেপির একমাত্র মুসলিম প্রার্থীও হেরেছেন। অন্যদিকে আরজেডি এবং কংগ্রেসের দু’জন করে মুসলিম প্রার্থী জিতেছেন।
২০২০ সালের বিধানসভায় মুসলিম বিধায়ক সংখ্যা ছিল ১৯ এবং ২০১৫ সালে ছিল ২৪। সেই তুলনায় এবার মুসলিম প্রতিনিধিত্ব পাঁচ শতাংশেরও নিচে নেমে এসেছে, যা বিহারের রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।



























