১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু রোধে একমাত্র অস্ত্র জনসচেতনতা, দাবি মেয়রের 

পুবের কলম প্রতিবেদক: শহরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। ৪ ডেঙ্গু প্রবণ জেলাকে পেছনে ফেলে আক্রান্তের শীর্ষে কলকাতা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

এই অবস্থায় কলকাতা পুরসভাকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার জন্য হাই অ্যালার্ট সতর্কতা নিতে বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের সতর্কতার পরেই একগুচ্ছ পদক্ষেপ নেয় পুর কর্তৃপক্ষ। তবে তার পরেই রোখা যায়নি সংক্রমণ। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। এই অবস্থার পরিবর্তন আনতে নাগরিক সচেতনতাই একমাত্র উপায় বলেই উল্লেখ করেছেন মেয়র ফিরহাদ।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত দু’বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও। এই অবস্থায় জেলায় জেলায় একটি সমীক্ষা চালায় রাজ্য স্বাস্থ্য দফতরের একটি অবজারভার টিম।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

সূত্রের খবর,  সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এতদিন হাওড়ায় ডেঙ্গু সংক্রমণ বেশি দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, কলকাতায় পরিস্থিতি বেলাগাম হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০০ জন। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ১০ অক্টবর এই সংখ্যাটা ৩ হাজার ছাড়িয়ে যায়। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসকমহল।

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

জানা গিয়েছে, এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি মেইল পাঠানো হয় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে। সেখানে সমীক্ষার রিপোর্টের উল্লেখ করে সতর্ক করা হয়েছে।

মেয়রে ফিরহাদ হাকিমের দাবি, মূলত এতদিনের খারাপ আবহাওয়ার জন্যই হঠাৎ ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত হয়। যদিও বর্তমানে আবহাওয়ার উন্নতি হচ্ছে, তাই খুব শীঘ্রই পরিস্থিতি আয়ত্ত্বে আসবে বলে আশাবাদী মেয়র। যদিও ডেঙ্গু রোধে জনসচেতনতাই একমাত্র উপায় বলে অভিমত মেয়রের।

সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গু রোধে একমাত্র অস্ত্র জনসচেতনতা, দাবি মেয়রের 

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: শহরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। ৪ ডেঙ্গু প্রবণ জেলাকে পেছনে ফেলে আক্রান্তের শীর্ষে কলকাতা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

এই অবস্থায় কলকাতা পুরসভাকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার জন্য হাই অ্যালার্ট সতর্কতা নিতে বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের সতর্কতার পরেই একগুচ্ছ পদক্ষেপ নেয় পুর কর্তৃপক্ষ। তবে তার পরেই রোখা যায়নি সংক্রমণ। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। এই অবস্থার পরিবর্তন আনতে নাগরিক সচেতনতাই একমাত্র উপায় বলেই উল্লেখ করেছেন মেয়র ফিরহাদ।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত দু’বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও। এই অবস্থায় জেলায় জেলায় একটি সমীক্ষা চালায় রাজ্য স্বাস্থ্য দফতরের একটি অবজারভার টিম।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

সূত্রের খবর,  সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এতদিন হাওড়ায় ডেঙ্গু সংক্রমণ বেশি দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, কলকাতায় পরিস্থিতি বেলাগাম হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০০ জন। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ১০ অক্টবর এই সংখ্যাটা ৩ হাজার ছাড়িয়ে যায়। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসকমহল।

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

জানা গিয়েছে, এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি মেইল পাঠানো হয় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে। সেখানে সমীক্ষার রিপোর্টের উল্লেখ করে সতর্ক করা হয়েছে।

মেয়রে ফিরহাদ হাকিমের দাবি, মূলত এতদিনের খারাপ আবহাওয়ার জন্যই হঠাৎ ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত হয়। যদিও বর্তমানে আবহাওয়ার উন্নতি হচ্ছে, তাই খুব শীঘ্রই পরিস্থিতি আয়ত্ত্বে আসবে বলে আশাবাদী মেয়র। যদিও ডেঙ্গু রোধে জনসচেতনতাই একমাত্র উপায় বলে অভিমত মেয়রের।