০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওএমআর শিট প্রকাশ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
  • / 15

পারিজাত মোল্লা:  বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে ওএমআর শিট প্রকাশ সংক্রান্ত মামলা। ববিতা সরকার মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই পরীক্ষা থেকে চাকরি পাওয়া কয়েকজন । তবে এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল । ববিতা সরকার মামলায় ওএমআর সিট প্রকাশ না করার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সমস্ত ওএমআর প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন কিছু কর্মরত শিক্ষক । সেই মামলাতেই বুধবার ডিভিশন বেঞ্চ ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ বহাল রাখল ।

আরও পড়ুন: সন্দেশখালি কান্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ককে নি:শর্ত জামিন দিল ডিভিশন বেঞ্চ

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, -‘ তালিকায় নাম প্রকাশের পর যদি কোনও শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সিঙ্গল বেঞ্চ আগে তাঁদের শুনানির সুযোগ দেবে । তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে, তার নিষ্পত্তি হওয়ার পরেই তাঁদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে’ ।

আরও পড়ুন: যৌথ তদন্তে অনাস্থা, ফের সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি

এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময় বাড়ালো ডিভিশন বেঞ্চ । আদালতের পর্যবেক্ষণ, -‘পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে কোনও আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না । এই ক্ষেত্রেও আদালত সেটা অস্বীকার করতে পারে না’ ।অন্যদিকে মামলাকারীদের দাবি,-‘ ওই তালিকা প্রকাশিত হলে তাঁদের চাকরি চলে যেতে পারে’ । বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন মামলা শোনার পর জানায়, -‘ তালিকা প্রকাশের বাধা কোথায় ! ওই তালিকায় যদি কারও নাম পাওয়া যায়, যাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, তাঁকে আগে শুনানির সুযোগ দিয়ে তারপরে পদক্ষেপ করার ব্যাপারে সুযোগ দিতে নির্দেশ দেওয়া হবে সিঙ্গল বেঞ্চে’ ।

আরও পড়ুন: চাকরিহারাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চায় ডিভিশন বেঞ্চ

মামলাকারীদের আইনজীবী প্রশ্ন করেন,-‘ ববিতা সরকার রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদে চাকরি পাওয়ার আবেদন করেছেন । তাহলে কেন সব নিয়োগের ওএমসিট প্রকাশ করতে হবে ? তাছাড়া ওএমআর প্রকাশের জন্য কোনও লিখিত আবেদন করা হয়নি । মৌখিক আবেদনে সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । সুপ্রিম কোর্টে এই মামলা চলছে’ । অগস্ট মাসে সেই মামলার শুনানি আছে । তাই সেই পর্যন্ত অপেক্ষা করা হোক । আপাতত এই তালিকা প্রকাশ স্থগিত রাখা হোক অগস্ট মাস পর্যন্ত, এই মর্মে দাবি ছিল তাদের ।ববিতা সরকারের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”এ তো আগাম ধরে নেওয়া হচ্ছে যে তালিকা প্রকাশ হলেই তাঁদের চাকরি যাবে । তার মানে মামলাকারীদের মনে ভয় আছে । কীভাবে তাঁরা চাকরিটা পেয়েছেন, তাঁরা আসল ঘটনাটা নিজেরা সবচেয়ে ভালো জানেন । তাই আগাম মামলা করে তালিকা প্রকাশ বন্ধ করতে চাইছেন ।”তিনি আরও জানান , ”সত্যি যদি সঠিক পথে চাকরি পান তাহলে কেন তাঁরা ভয় পাচ্ছেন ! যাঁরা মামলা করেছেন, তাঁরা কারা, কী এক্তিয়ার আছে তাঁদের, এটা দেখা দরকার ।

সুপ্রিম কোর্টে একমাত্র বেআইনি নিয়োগ পাওয়াদের চাকরি থাকবে নাকি যাবে? সেটা নিয়ে বিচার হবে । এর সঙ্গে ওই মামলার কোনও মিল নেই ।”স্কুল সার্ভিস কমিশনের দাবি, -‘ সিবিআই যে হার্ড ডিস্কের সঙ্গে এসএসসি-র নথি মিলিয়ে দেখে, সেই বিষয়ে এসএসসি নিশ্চিত কিছু ক্ষেত্রে বেআইনি হয়েছে । এই ব্যাপারে এসএসসি তার অবস্থান হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টেও জানিয়েছে । এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওএমআর শিট প্রকাশ না করার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে তালিকা প্রকাশের পর যদি কোনও শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে বলে জানাল ডিভিশন বেঞ্চ।একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে কোনও কোর্ট চোখ বুজে থাকতে পারে না। এইক্ষেত্রেও কোর্ট সেটা অস্বীকার করতে পারে না।

‘উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকে ঘিরে ববিতা সরকারের মামলার প্রেক্ষিতে ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট ২১ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের সেই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখে সুপ্রিম কোর্ট তারই প্রেক্ষিতে এদিন একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের সব ওএমআরশিট প্রকাশের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কিছু কর্মরত শিক্ষক।

তাদের দাবি, -ওই তালিকা প্রকাশ হলে তাদের চাকরি চলে যেতে পারে। এই বিষয়ে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। ওএমআর শিট প্রকাশের জন্য এসএসসির তরফে এদিন আদালতে বাড়তি সময় চাওয়া হয়। তারই প্রেক্ষিতে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময় বাড়াল ডিভিশন বেঞ্চ।নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু তারপর তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হওয়ায় বাতিল হয় ববিতার চাকরি। ওই ঘটনায় ফের হাইকোর্টে নতুন মামলা দায়ের করেন ববিতা।

 


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওএমআর শিট প্রকাশ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও

আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার

পারিজাত মোল্লা:  বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে ওএমআর শিট প্রকাশ সংক্রান্ত মামলা। ববিতা সরকার মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই পরীক্ষা থেকে চাকরি পাওয়া কয়েকজন । তবে এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল । ববিতা সরকার মামলায় ওএমআর সিট প্রকাশ না করার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ২০১৬ সালের একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সমস্ত ওএমআর প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন কিছু কর্মরত শিক্ষক । সেই মামলাতেই বুধবার ডিভিশন বেঞ্চ ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ বহাল রাখল ।

আরও পড়ুন: সন্দেশখালি কান্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ককে নি:শর্ত জামিন দিল ডিভিশন বেঞ্চ

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, -‘ তালিকায় নাম প্রকাশের পর যদি কোনও শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সিঙ্গল বেঞ্চ আগে তাঁদের শুনানির সুযোগ দেবে । তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে, তার নিষ্পত্তি হওয়ার পরেই তাঁদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে’ ।

আরও পড়ুন: যৌথ তদন্তে অনাস্থা, ফের সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি

এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময় বাড়ালো ডিভিশন বেঞ্চ । আদালতের পর্যবেক্ষণ, -‘পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে কোনও আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না । এই ক্ষেত্রেও আদালত সেটা অস্বীকার করতে পারে না’ ।অন্যদিকে মামলাকারীদের দাবি,-‘ ওই তালিকা প্রকাশিত হলে তাঁদের চাকরি চলে যেতে পারে’ । বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন মামলা শোনার পর জানায়, -‘ তালিকা প্রকাশের বাধা কোথায় ! ওই তালিকায় যদি কারও নাম পাওয়া যায়, যাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, তাঁকে আগে শুনানির সুযোগ দিয়ে তারপরে পদক্ষেপ করার ব্যাপারে সুযোগ দিতে নির্দেশ দেওয়া হবে সিঙ্গল বেঞ্চে’ ।

আরও পড়ুন: চাকরিহারাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চায় ডিভিশন বেঞ্চ

মামলাকারীদের আইনজীবী প্রশ্ন করেন,-‘ ববিতা সরকার রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদে চাকরি পাওয়ার আবেদন করেছেন । তাহলে কেন সব নিয়োগের ওএমসিট প্রকাশ করতে হবে ? তাছাড়া ওএমআর প্রকাশের জন্য কোনও লিখিত আবেদন করা হয়নি । মৌখিক আবেদনে সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । সুপ্রিম কোর্টে এই মামলা চলছে’ । অগস্ট মাসে সেই মামলার শুনানি আছে । তাই সেই পর্যন্ত অপেক্ষা করা হোক । আপাতত এই তালিকা প্রকাশ স্থগিত রাখা হোক অগস্ট মাস পর্যন্ত, এই মর্মে দাবি ছিল তাদের ।ববিতা সরকারের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”এ তো আগাম ধরে নেওয়া হচ্ছে যে তালিকা প্রকাশ হলেই তাঁদের চাকরি যাবে । তার মানে মামলাকারীদের মনে ভয় আছে । কীভাবে তাঁরা চাকরিটা পেয়েছেন, তাঁরা আসল ঘটনাটা নিজেরা সবচেয়ে ভালো জানেন । তাই আগাম মামলা করে তালিকা প্রকাশ বন্ধ করতে চাইছেন ।”তিনি আরও জানান , ”সত্যি যদি সঠিক পথে চাকরি পান তাহলে কেন তাঁরা ভয় পাচ্ছেন ! যাঁরা মামলা করেছেন, তাঁরা কারা, কী এক্তিয়ার আছে তাঁদের, এটা দেখা দরকার ।

সুপ্রিম কোর্টে একমাত্র বেআইনি নিয়োগ পাওয়াদের চাকরি থাকবে নাকি যাবে? সেটা নিয়ে বিচার হবে । এর সঙ্গে ওই মামলার কোনও মিল নেই ।”স্কুল সার্ভিস কমিশনের দাবি, -‘ সিবিআই যে হার্ড ডিস্কের সঙ্গে এসএসসি-র নথি মিলিয়ে দেখে, সেই বিষয়ে এসএসসি নিশ্চিত কিছু ক্ষেত্রে বেআইনি হয়েছে । এই ব্যাপারে এসএসসি তার অবস্থান হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টেও জানিয়েছে । এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওএমআর শিট প্রকাশ না করার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে তালিকা প্রকাশের পর যদি কোনও শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে বলে জানাল ডিভিশন বেঞ্চ।একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘পাবলিক সার্ভিস নিয়ে দুর্নীতি হলে কোনও কোর্ট চোখ বুজে থাকতে পারে না। এইক্ষেত্রেও কোর্ট সেটা অস্বীকার করতে পারে না।

‘উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকে ঘিরে ববিতা সরকারের মামলার প্রেক্ষিতে ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট ২১ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের সেই আবেদন খারিজ করে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখে সুপ্রিম কোর্ট তারই প্রেক্ষিতে এদিন একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের সব ওএমআরশিট প্রকাশের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কিছু কর্মরত শিক্ষক।

তাদের দাবি, -ওই তালিকা প্রকাশ হলে তাদের চাকরি চলে যেতে পারে। এই বিষয়ে আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি নিয়ে পদক্ষেপ করা যাবে। ওএমআর শিট প্রকাশের জন্য এসএসসির তরফে এদিন আদালতে বাড়তি সময় চাওয়া হয়। তারই প্রেক্ষিতে ২১ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময় বাড়াল ডিভিশন বেঞ্চ।নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু তারপর তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হওয়ায় বাতিল হয় ববিতার চাকরি। ওই ঘটনায় ফের হাইকোর্টে নতুন মামলা দায়ের করেন ববিতা।