২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাম রেডিও’র সৌজন্যে পুলিশ প্রশাসন নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বধু কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 130

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি মাঝ বয়সী এক বধু।পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুছি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে। যদিও ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নি। ঘটনাস্থল ক্যানিংয়ের নিকারীঘাটা। জানা গিয়েছে গত প্রায় দিন তিনেক আগে নিকারীঘাটা গ্রামের বধু অসীমা মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে হাল ছেড়ে দেয়। এদিকে রবিবার বাসন্তীর গায়েন পাড়া এলাকায় এক বধুকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখেন স্থানীয় যুবক তাপস ঘোষ। তিনি ওই বধুর নাম পরিচয় জানতে চাইলে বিভিন্ন নাম বলতে থাকে। যুবক তাপস ঘোষ বুঝতে পারেন বধু মানসিক ভারসাম্যহীন।

তবে পরণে ভালো শাড়ি। গায়ে সোনা রুপোর অলঙ্কার রয়েছে।বধুর বিপদ হতে পারে। সাতপাঁচ চিন্তা করে চট জলদি ঘটনার কথা ফোন করে হ্যামরেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। ঘটনার সমস্ত বিবরণ জানায়।হ্যাম রেডিও’র তরফে ওই বধুকে আটকে রাখতে বলা হয়। পাশাপাশি হ্যাম রেডিওর পক্ষ থেকে বাসন্তী থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে নড়ে চড়ে বসে বাসন্তী থানার পুলিশ। বধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর শুরু হয় বধু সম্পর্কে বিশদে জানার চেষ্টা।বধুর বাড়ির ঠিকানার খোঁজ মেলে ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকায়। স্বামীর নাম সুকুমার মন্ডল।যদিও ক্যানিং কিংবা বাসন্তী থানায় কোন প্রকার নিখোঁজ অভিযোগ না হওয়ায় সমস্যায় পড়েন মন্ডল পরিবার। পরে হ্যামরেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে ক্যানিং থানায় যোগাযোগ করা হয়। ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ তৎপরতার সাথে উদ্যোগ গ্রহণ করেন।সোমবার মানসিক ভারসাম্যহীন বধু কে তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয় বাসন্তী থানার পুলিের তরফে।

আরও পড়ুন: পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

হারিয়ে যাওয়া স্ত্রী কে খুঁজে পেয়ে পুলিশ প্রশাসন ও হ্যাম রেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাব কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বধুর স্বামী সুকুমার মন্ডল।

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

আরও পড়ুন: ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হ্যাম রেডিও’র সৌজন্যে পুলিশ প্রশাসন নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বধু কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন

আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি মাঝ বয়সী এক বধু।পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুছি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে। যদিও ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন নি। ঘটনাস্থল ক্যানিংয়ের নিকারীঘাটা। জানা গিয়েছে গত প্রায় দিন তিনেক আগে নিকারীঘাটা গ্রামের বধু অসীমা মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে হাল ছেড়ে দেয়। এদিকে রবিবার বাসন্তীর গায়েন পাড়া এলাকায় এক বধুকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখেন স্থানীয় যুবক তাপস ঘোষ। তিনি ওই বধুর নাম পরিচয় জানতে চাইলে বিভিন্ন নাম বলতে থাকে। যুবক তাপস ঘোষ বুঝতে পারেন বধু মানসিক ভারসাম্যহীন।

তবে পরণে ভালো শাড়ি। গায়ে সোনা রুপোর অলঙ্কার রয়েছে।বধুর বিপদ হতে পারে। সাতপাঁচ চিন্তা করে চট জলদি ঘটনার কথা ফোন করে হ্যামরেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। ঘটনার সমস্ত বিবরণ জানায়।হ্যাম রেডিও’র তরফে ওই বধুকে আটকে রাখতে বলা হয়। পাশাপাশি হ্যাম রেডিওর পক্ষ থেকে বাসন্তী থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে নড়ে চড়ে বসে বাসন্তী থানার পুলিশ। বধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর শুরু হয় বধু সম্পর্কে বিশদে জানার চেষ্টা।বধুর বাড়ির ঠিকানার খোঁজ মেলে ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকায়। স্বামীর নাম সুকুমার মন্ডল।যদিও ক্যানিং কিংবা বাসন্তী থানায় কোন প্রকার নিখোঁজ অভিযোগ না হওয়ায় সমস্যায় পড়েন মন্ডল পরিবার। পরে হ্যামরেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে ক্যানিং থানায় যোগাযোগ করা হয়। ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ তৎপরতার সাথে উদ্যোগ গ্রহণ করেন।সোমবার মানসিক ভারসাম্যহীন বধু কে তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয় বাসন্তী থানার পুলিের তরফে।

আরও পড়ুন: পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শেখ জামিল হত্যায় স্তম্ভিত সংখ্যালঘু যুব ফেডারেশন

হারিয়ে যাওয়া স্ত্রী কে খুঁজে পেয়ে পুলিশ প্রশাসন ও হ্যাম রেডিও ওয়েষ্ট বেঙ্গল রেডিও ক্লাব কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বধুর স্বামী সুকুমার মন্ডল।

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

আরও পড়ুন: ক্যানিংয়ে ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, আহত ২০-২২ জন