০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্য, নূপুর শর্মাকে সমন পাঠালো কলকাতা পুলিশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 72

পুবের কলম ওয়েবডেস্কঃ নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমন পাঠাল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন তাঁকে নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশও তলব করেছে নূপুর শর্মাকে। কাঁথি থানাতেও দায়ের এই বিতর্কিত নেত্রীর নামে দায়ের করা হয়েছে এফআইআর।

উল্লেখ্য নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। যার আঁচ এসে পড়েছে এই রাজ্যেও। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় শুরু হয় সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। বন্ধ করে  দেওয়া হয় ইন্টারনেট।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

 

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, অন্য রাজ্যের নেতাদের করা অন্যায়ের ফল কেন ভুগবে বাংলার আমজনতা? তার চেয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হোক। চিঠি লেখা হোক রাষ্ট্রপতিকে। সেই পরামর্শ মেনেই এবার রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হচ্ছে নূপুরের বিরুদ্ধে।

আরও পড়ুন: অভিষেককে খুনের চেষ্টা, মুম্বই থেকে গ্রেফতার রাজারাম

জানা যাচ্ছে নূপুর শর্মার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩ (এ), ২৯৫( এ) ২৯৮ এবং ৩৪ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্য, নূপুর শর্মাকে সমন পাঠালো কলকাতা পুলিশ

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমন পাঠাল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন তাঁকে নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশও তলব করেছে নূপুর শর্মাকে। কাঁথি থানাতেও দায়ের এই বিতর্কিত নেত্রীর নামে দায়ের করা হয়েছে এফআইআর।

উল্লেখ্য নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। যার আঁচ এসে পড়েছে এই রাজ্যেও। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় শুরু হয় সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। বন্ধ করে  দেওয়া হয় ইন্টারনেট।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

 

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, অন্য রাজ্যের নেতাদের করা অন্যায়ের ফল কেন ভুগবে বাংলার আমজনতা? তার চেয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হোক। চিঠি লেখা হোক রাষ্ট্রপতিকে। সেই পরামর্শ মেনেই এবার রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হচ্ছে নূপুরের বিরুদ্ধে।

আরও পড়ুন: অভিষেককে খুনের চেষ্টা, মুম্বই থেকে গ্রেফতার রাজারাম

জানা যাচ্ছে নূপুর শর্মার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩ (এ), ২৯৫( এ) ২৯৮ এবং ৩৪ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।