০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা. কে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যঃ গলছে বরফ, আবুধাবি যাচ্ছেন মোদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
  • / 55

file picture

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  নবী সা. কে নিয়ে বিজেপি নেত্রীর   বিতর্কিত মন্তব্যের জেরে আরব দুনিয়ার বিরাগভাজন  হতে হয়।অবশেষে কিছুটা হলেও গলছে বরফ। ২৬ থেকে ২৮ জুনের সফরে প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে তিনি যাবেন আবু ধাবি।

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ডাক পেলেন মোদি

২৮ জুন  মোদি আবুধাবি পৌঁছাবেন।  উল্লেখ্য কিছুদিন আগেই প্রয়াত হন আমীরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ নাহিয়ান।   নতুন রাজা হন প্রয়াত শাসকের ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁর কাছেই প্রয়াত শাসকের মৃত্যুতে ব্যক্তিগত ভাবে শোকপ্রকাশ করতেই এই সফর প্রধানমন্ত্রীর। একইসঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট তথা আবু ধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন মোদি। উল্লেখ্য গত মে মাসে শেখ খলিফা বিন জায়েদ নাহিয়ান এর প্রয়াণের পর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক জানায় ভারত। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আরবআমীরশাহী যান শোকসভায় যোগ দিতে।

আরও পড়ুন: আবুধাবির শেখ জায়েদ মসজিদে ট্রাম্প

আরও পড়ুন: রাম সেতু দর্শন করতে পেরে ধন্য মোদি, ‘কৃতিত্ব নিতে এসেছেন’ কটাক্ষ সুব্রহ্মণ্যম স্বামীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা. কে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যঃ গলছে বরফ, আবুধাবি যাচ্ছেন মোদি

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  নবী সা. কে নিয়ে বিজেপি নেত্রীর   বিতর্কিত মন্তব্যের জেরে আরব দুনিয়ার বিরাগভাজন  হতে হয়।অবশেষে কিছুটা হলেও গলছে বরফ। ২৬ থেকে ২৮ জুনের সফরে প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে তিনি যাবেন আবু ধাবি।

আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ডাক পেলেন মোদি

২৮ জুন  মোদি আবুধাবি পৌঁছাবেন।  উল্লেখ্য কিছুদিন আগেই প্রয়াত হন আমীরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ নাহিয়ান।   নতুন রাজা হন প্রয়াত শাসকের ভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁর কাছেই প্রয়াত শাসকের মৃত্যুতে ব্যক্তিগত ভাবে শোকপ্রকাশ করতেই এই সফর প্রধানমন্ত্রীর। একইসঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট তথা আবু ধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন মোদি। উল্লেখ্য গত মে মাসে শেখ খলিফা বিন জায়েদ নাহিয়ান এর প্রয়াণের পর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক জানায় ভারত। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আরবআমীরশাহী যান শোকসভায় যোগ দিতে।

আরও পড়ুন: আবুধাবির শেখ জায়েদ মসজিদে ট্রাম্প

আরও পড়ুন: রাম সেতু দর্শন করতে পেরে ধন্য মোদি, ‘কৃতিত্ব নিতে এসেছেন’ কটাক্ষ সুব্রহ্মণ্যম স্বামীর