০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শামির বিরুদ্ধে করা মন্তব্যগুলির কোনও তাৎপর্য নেইঃ গাভাসকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার
  • / 32

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের কাছে হারের পরে ভারতীয় দলের পেসার মুহাম্মদ শামিকে নিশানা করে নেটমাধ্যমে আক্রমণ শানান কিছু মানুষ। এই জঘন্য ব্যাপার নিয়ে কিংবদন্তি শচীন তেন্ডুলকর সহ অনেকেই মুখ খুলেছেন–  এবার শামির পাশে দাঁড়ালেন দেশের আর এক কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি এই ধরনের মন্তব্যগুলিকে কোনও গুরুত্বই দিতে চান না।

গাভাসকর বলেন– ‘শামির বিরুদ্ধে যাঁরা মন্তব্য করছেন–  তাঁদের আদৌ কি কোনও গুরুত্ব রয়েছে?  মুখোশের আড়ালে থেকে করা এই মন্তব্যগুলোর কোনও তাৎপর্য আছে বলে আমার মনে হয় না। এদের কোনও পরিচিতি নেই। তাই এগুলো নিয়ে মাথা ঘামানোরও কোনও দরকার নেই।’

এদিকে শনিবার শামির পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর জন্য ভারত অধিনায়কের প্রশংসা করে গাভাসকর বলেন– ‘কোহলি সহ ভারতের অন্য ক্রিকেটাররা যে ভাবে শামির পাশে দাঁড়িয়েছে সেটা দেখে খুব ভালো লাগল। সতীর্থর পাশে থাকাটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা ঠিক সেটাই দেখেছি’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শামির বিরুদ্ধে করা মন্তব্যগুলির কোনও তাৎপর্য নেইঃ গাভাসকর

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টি-২০ বিশ্বকাপের পাকিস্তানের কাছে হারের পরে ভারতীয় দলের পেসার মুহাম্মদ শামিকে নিশানা করে নেটমাধ্যমে আক্রমণ শানান কিছু মানুষ। এই জঘন্য ব্যাপার নিয়ে কিংবদন্তি শচীন তেন্ডুলকর সহ অনেকেই মুখ খুলেছেন–  এবার শামির পাশে দাঁড়ালেন দেশের আর এক কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি এই ধরনের মন্তব্যগুলিকে কোনও গুরুত্বই দিতে চান না।

গাভাসকর বলেন– ‘শামির বিরুদ্ধে যাঁরা মন্তব্য করছেন–  তাঁদের আদৌ কি কোনও গুরুত্ব রয়েছে?  মুখোশের আড়ালে থেকে করা এই মন্তব্যগুলোর কোনও তাৎপর্য আছে বলে আমার মনে হয় না। এদের কোনও পরিচিতি নেই। তাই এগুলো নিয়ে মাথা ঘামানোরও কোনও দরকার নেই।’

এদিকে শনিবার শামির পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর জন্য ভারত অধিনায়কের প্রশংসা করে গাভাসকর বলেন– ‘কোহলি সহ ভারতের অন্য ক্রিকেটাররা যে ভাবে শামির পাশে দাঁড়িয়েছে সেটা দেখে খুব ভালো লাগল। সতীর্থর পাশে থাকাটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা ঠিক সেটাই দেখেছি’।