ভারত, পাকিস্তান সহ একাধিক এশিয় দেশ ভ্রমণ নিষিদ্ধ করছে সৌদি সরকার
- আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
- / 28
পুবের কলম ওয়েবডেস্কঃ সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে সৌদি সরকার ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। যদি কোনও সৌদি নাগরিক এটি লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি সরকার করোনাভাইরাস এবং এর নতুন রূপগুলি এড়াতে ওই পদক্ষেপ নিচ্ছে। এসপিএ তার প্রতিবেদনে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে গত মে মাসে প্রশাসনের অনুমতি ছাড়াই কিছু লোককে ভ্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল। এ সকল লোকেরা করোনার সাথে সম্পর্কিত বিধি ভঙ্গ করেছে। প্রতিবেদনে মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।
মন্ত্রী বলেন, ‘যদি কাউকে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে দেখা যায় তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারী জরিমানার পাশাপাশি আগামী তিন বছরের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সৌদি আরব তার লাল তালিকায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে রেখেছে।
ওই তালিকায় দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, লেবানন ও ভিয়েতনামকেও রাখা হয়েছে। প্রতিবেদনে একজন আধিকারিকের বরাত দিয়ে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রক জোর দিয়ে বলেছে নাগরিকদের ওই দেশগুলিতে বা অন্য কোনও দেশ যেখানে এখনও মহামারি নিয়ন্ত্রণ করতে পারেনি বা যেখানে নতুন স্ট্রেন উদ্ভূত হচ্ছে সেখানে যাওয়া নিষিদ্ধ