শুরু হল মাধ্যমিক, হাওড়ায় অসুস্থ পরীক্ষার্থী কে সুস্থ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ
- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 11
আইভি আদক, প্রীতম কোলে :আজ থেকে শুরু হতে চলেছে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দেবার আগে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন দক্ষিণ হাওড়া তৃণমূল বিধায়িকা নন্দিতা চৌধুরী।
শিবপুরের শ্রীমৎ প্রজ্ঞানন্দ স্কুলে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনি ঠান্ডা পানীয় জল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পরীক্ষা শেষ হলে তিনি সমস্ত ছাত্রদের হাতে কেক এবং লজেন্স তুলে দেবেন হবে বিধায়িকা জানান। নন্দিতা চৌধুরী বলেন, আজকের দিনে দাঁড়িয়ে আমারও সেই পুরনো কথা মনে পড়ছে। আমি যখন স্কুলে পড়তাম। মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম। সেই স্মৃতি মনে পড়ছে। যাতে প্রত্যেকে ভাল করে মাধ্যমিক পরীক্ষা দেয় তার জন্য বিধায়িকা নন্দিতা চৌধুরী এদিন আগত পরীক্ষার্থীদের সকলকে শুভেচ্ছাও জানান। অন্যদিকে, এদিন হাওড়ায় মাধ্যমিক পরীক্ষা দিতে আসা এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাওড়া সিটি পুলিশের গাড়িতে করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে গিয়ে ছাত্রীকে সুস্থ করে আবার পরীক্ষা কেন্দ্র পৌঁছে দিল হাওড়া সিটি পুলিশ ও বালি থানার পুলিশ।