০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দূরপাল্লার ট্রেনে তুলে নেওয়া হল সার্ভিস চার্জ, বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন কেন্দ্রীয় সরকার। তুলে নেওয়া হল খাবারের সার্ভিস চার্জ। প্রসঙ্গত, ট্রেন থেকে কেনা খাবারের দামে বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক কাপ চায়ের দাম ৭০ টাকা।

 

তারপরেই শুরু হয় তীব্র সমালোচনা। ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জের টুইট ভাইরাল হতেই এই বিষয়ে তৎপর হয়ে উঠেছে রেল। আর তারপরই দূর পাল্লার ট্রেনগুলির খাবারের দাম ঠিক করে দিল সরকার। ৫ টাকার চা ১০/ ২০ টাকা পর্যন্তও হলে মানা যায়। তা বলে ২০ টাকার চায়ে ৫০ টাকার সার্ভিস চার্জ সেটা একাবারেই গ্রহণযোগ্য না। তাও আবার কোনও বড় রেস্তরাঁতে না। মূলত দূর পাল্লার ট্রেনগুলিতে এই ঘটনা অহরহ ঘটে চলছিল। এবার সেই সার্ভিস চার্জ তুলে নিতে তৎপর হল রেল।

 

নয়া নির্দেশিকা অনুযায়ী, ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দামটা মিটিয়ে দিলে খরচটা সেক্ষেত্রে কম হতে পারে। আর টিকিটের সঙ্গে না কাটলেও চায়ের দাম এক থাকবে বলে জানা গেছে। তবে চায়ের দাম সব জায়গায়তেই এক রাখা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য,  আইআরসিটিসিতে (IRCTC)  নিয়ম অনুযায়ী, ট্রেনে যাতায়াতের সময় খাবারের অর্ডার দিতে গেলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হত। ২০ টাকার চা কিংবা কফির ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য ছিল। সেক্ষেত্রে এক কাপ চা কিংবা কফি পেতে যাত্রীকে মোট ৭০ টাকা দিতে হত অর্থাৎ আরও ৫০ টাকা বেশি দিতে হত। তবে এবার রাজধানী,  দুরন্ত, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে চা বা কফির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আর দিতে হবে না। অর্থাৎ ২০ টাকা দিয়েই চা ও কফি যাত্রীরা পেয়ে যাবেন।

 

তবে অন্যান্য খাবারের দাম টিকিটের সঙ্গে না মেটানো থাকলে ট্রেনে উঠে বাড়তি দাম দিতে হবে বলেই জানা গেছে। এক নজরে দেখে নিন সেই তালিকা

দূরপাল্লার ট্রেনে তুলে নেওয়া হল সার্ভিস চার্জ, বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের
এক নজরে রেলের নয়া তালিকা

তবে যদি ট্রেন দেরিতে চললে সেক্ষেত্রে চা পাওয়া যাবে ৮ টাকায়। ব্রেকফাস্ট  বা সন্ধের টিফিনের খাবার পাওয়া যাবে ৩০ টাকায়। দুপুরের বা রাতের খাবারও পাওয়া যাবে ৩০ টাকায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূরপাল্লার ট্রেনে তুলে নেওয়া হল সার্ভিস চার্জ, বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন কেন্দ্রীয় সরকার। তুলে নেওয়া হল খাবারের সার্ভিস চার্জ। প্রসঙ্গত, ট্রেন থেকে কেনা খাবারের দামে বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক কাপ চায়ের দাম ৭০ টাকা।

 

তারপরেই শুরু হয় তীব্র সমালোচনা। ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জের টুইট ভাইরাল হতেই এই বিষয়ে তৎপর হয়ে উঠেছে রেল। আর তারপরই দূর পাল্লার ট্রেনগুলির খাবারের দাম ঠিক করে দিল সরকার। ৫ টাকার চা ১০/ ২০ টাকা পর্যন্তও হলে মানা যায়। তা বলে ২০ টাকার চায়ে ৫০ টাকার সার্ভিস চার্জ সেটা একাবারেই গ্রহণযোগ্য না। তাও আবার কোনও বড় রেস্তরাঁতে না। মূলত দূর পাল্লার ট্রেনগুলিতে এই ঘটনা অহরহ ঘটে চলছিল। এবার সেই সার্ভিস চার্জ তুলে নিতে তৎপর হল রেল।

 

নয়া নির্দেশিকা অনুযায়ী, ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দামটা মিটিয়ে দিলে খরচটা সেক্ষেত্রে কম হতে পারে। আর টিকিটের সঙ্গে না কাটলেও চায়ের দাম এক থাকবে বলে জানা গেছে। তবে চায়ের দাম সব জায়গায়তেই এক রাখা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য,  আইআরসিটিসিতে (IRCTC)  নিয়ম অনুযায়ী, ট্রেনে যাতায়াতের সময় খাবারের অর্ডার দিতে গেলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হত। ২০ টাকার চা কিংবা কফির ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য ছিল। সেক্ষেত্রে এক কাপ চা কিংবা কফি পেতে যাত্রীকে মোট ৭০ টাকা দিতে হত অর্থাৎ আরও ৫০ টাকা বেশি দিতে হত। তবে এবার রাজধানী,  দুরন্ত, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে চা বা কফির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আর দিতে হবে না। অর্থাৎ ২০ টাকা দিয়েই চা ও কফি যাত্রীরা পেয়ে যাবেন।

 

তবে অন্যান্য খাবারের দাম টিকিটের সঙ্গে না মেটানো থাকলে ট্রেনে উঠে বাড়তি দাম দিতে হবে বলেই জানা গেছে। এক নজরে দেখে নিন সেই তালিকা

দূরপাল্লার ট্রেনে তুলে নেওয়া হল সার্ভিস চার্জ, বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের
এক নজরে রেলের নয়া তালিকা

তবে যদি ট্রেন দেরিতে চললে সেক্ষেত্রে চা পাওয়া যাবে ৮ টাকায়। ব্রেকফাস্ট  বা সন্ধের টিফিনের খাবার পাওয়া যাবে ৩০ টাকায়। দুপুরের বা রাতের খাবারও পাওয়া যাবে ৩০ টাকায়।