০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ায় তিনদিন ধরে মায়ের দেহ আগলে ছেলে

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
  • / 21

আইভি আদকঃ ২০১৫ সালের শেক্সপিয়র সরণির রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি এবার হাওড়ার নাজিরগঞ্জের চুনাভাটি এলাকায়। মৃত্যুর পর প্রায় ৩ দিন ধরে মায়ের দেহ আগলে রাখার অভিযোগ উঠল মানসিক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে। সাঁকরাইল থানার পুলিশের প্রাথমিক অনুমান, ২-৩ দিন আগেই মৃত্যু হয়েছে ৫৮ বছরের ওই মহিলার। শনিবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। রাতে পুলিশ সেখানে গিয়ে দেখেন, মায়ের মৃতদেহের পাশেই বসে রয়েছেন ছেলে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই যুবক প্রায় ৩ দিন ধরে মৃত মায়ের দেহ আগলে রেখেছিলেন। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মৃত মায়ের দেহ আগলে পাশে বসে রয়েছেন ছেলে। মৃতা তাপসী পাত্রের(৫৮) দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার নাজিরগঞ্জের চুনাভাটির এক বহুতল আবাসনে।

 

মানসিক প্রতিবন্ধী ছেলে দেবাশিস পাত্রকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে মারফত জানা গিয়েছে, দেবাশিস বিশেষভাবে সক্ষম। তিনি মানসিক প্রতিবন্ধী। নিজের কাজ নিজে করতে পারেন না। শুধু তাই নয়, তিনি ঠিকভাবে নিজের প্রয়োজনের কথাও বলতে পারতেন না। হাওড়ার নাজিরগঞ্জের চুনাভাটি এলাকার এক আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন মা। বেশ কয়েকদিন ধরেই মা আর ছেলেকে দেখা যাচ্ছিল না। ঘর ছিল বন্ধ। শনিবার সকাল থেকে চারতলার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ বাড়তে থাকে।

 

এই অবস্থায় আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পেয়ে রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। ঘরটি ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। এলাকার মানুষদের উপস্থিতিতে চারতলার ওই ঘরের দরজা ভাঙা হয়। সেখান থেকে মৃত মায়ের দেহ এবং ছেলেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দরজার তালা ভেঙে ঢুকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পাশাপাশি অসুস্থ দেবাশিসকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ২-৩ দিন আগে তাপসী পাত্র মারা গিয়েছেন বলেই অনুমান করছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ায় তিনদিন ধরে মায়ের দেহ আগলে ছেলে

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার

আইভি আদকঃ ২০১৫ সালের শেক্সপিয়র সরণির রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি এবার হাওড়ার নাজিরগঞ্জের চুনাভাটি এলাকায়। মৃত্যুর পর প্রায় ৩ দিন ধরে মায়ের দেহ আগলে রাখার অভিযোগ উঠল মানসিক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে। সাঁকরাইল থানার পুলিশের প্রাথমিক অনুমান, ২-৩ দিন আগেই মৃত্যু হয়েছে ৫৮ বছরের ওই মহিলার। শনিবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। রাতে পুলিশ সেখানে গিয়ে দেখেন, মায়ের মৃতদেহের পাশেই বসে রয়েছেন ছেলে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই যুবক প্রায় ৩ দিন ধরে মৃত মায়ের দেহ আগলে রেখেছিলেন। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মৃত মায়ের দেহ আগলে পাশে বসে রয়েছেন ছেলে। মৃতা তাপসী পাত্রের(৫৮) দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার নাজিরগঞ্জের চুনাভাটির এক বহুতল আবাসনে।

 

মানসিক প্রতিবন্ধী ছেলে দেবাশিস পাত্রকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে মারফত জানা গিয়েছে, দেবাশিস বিশেষভাবে সক্ষম। তিনি মানসিক প্রতিবন্ধী। নিজের কাজ নিজে করতে পারেন না। শুধু তাই নয়, তিনি ঠিকভাবে নিজের প্রয়োজনের কথাও বলতে পারতেন না। হাওড়ার নাজিরগঞ্জের চুনাভাটি এলাকার এক আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন মা। বেশ কয়েকদিন ধরেই মা আর ছেলেকে দেখা যাচ্ছিল না। ঘর ছিল বন্ধ। শনিবার সকাল থেকে চারতলার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ বাড়তে থাকে।

 

এই অবস্থায় আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পেয়ে রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। ঘরটি ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। এলাকার মানুষদের উপস্থিতিতে চারতলার ওই ঘরের দরজা ভাঙা হয়। সেখান থেকে মৃত মায়ের দেহ এবং ছেলেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দরজার তালা ভেঙে ঢুকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পাশাপাশি অসুস্থ দেবাশিসকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ২-৩ দিন আগে তাপসী পাত্র মারা গিয়েছেন বলেই অনুমান করছে পুলিশ।