০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অল্প বয়সে ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ- ত্বকের জেল্লা ফিরে পেতে মেনে চলুন এই ট্রিকস!

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্ক : ত্বক নিয়ে আমরা সকলেই কমবেশি খুব চিন্তিত থাকি। নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে ঘরোয়া প্রণালী কত কিছুই না আমরা ব্যবহার করি।অনেক সময় সেটা ব্যয়বহুল হয়ে যায়। অনেকে আবার অফিস কাছারি করে নিজের ত্বককে সময় দিতে পারেন না।ফলে ত্বক হয়ে যায় রুক্ষ শুস্ক অমসৃণ। কিন্তু মসৃণ উজ্জ্বল ত্বকের মতো আরাম আর কিসেই বা আছে! দিনের শেষে ত্বক রুক্ষ শুষ্ক থাকলে আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি।কিন্তু ভেঙে পড়লে হবে না,হতাশ না হয়ে আপনাকে দিনের শেষে ঘুমাতে যাবার আগে নিয়ে নিতে হবে ত্বকের যত্ন ! ঘুমের আগে নেয়া একটু ত্বকের যত্ন আপনার ত্বককে কোমল মোলায়েম মসৃন রাখতে অনেকটা সাহায্য করতে পারে।

কী ভাবে প্রতি রাতে নিজের ত্বকের যত্ন নেবেন?

প্রথমেই বাড়িতে এসে মেক আপ তুলে ফেলুন ,সামান্য পরিমান কাজল লিপস্টিক থাকলেও সেটা তুলতে ভুলবেন না। তার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।তারপর পারলে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন।মুখে অল্প পরিমান মেকআপ থাকলেও সেটাও ত্বকের জন্য খুব ক্ষতিকর। আপনার ত্বক করে দিতে পারে অমসৃণ রুক্ষ।ফেস ওয়াশ করার পর আপনি মুখে টোনার জাতীয় কিছু মেখে নিতে পারেন।

অনেকেই বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে টোনার বানিয়ে নিতে পারেন।তার জন্য উপকরণ হলো

 

গোলাপ জল – ( আপনার প্রয়োজন মতো ) আপনি এক দুই চামচ নিতে পারেন আর নিয়ে নেবেন

 

শসা – প্রথমে শসাকে পিস্ পিস করে কেটে ফেলতে হবে, ( আপনি ছাল ছাড়াতেও পারেন আবার রেখে দিতেও পারেন ) তারপর শসা মিক্সিতে ফেলে শসার রস বানিয়ে নিতে হবে। গোলাপ জল কিংবা শসার রস দিয়ে তৈরি টোনার রাতে মাখলে ত্বক কোমল রাখতে সাহায্য করে।

 

টোনারটা তৈরি হয়ে গেলে ,মিনিট পাঁচেক আপনার ত্বক মুখে মেখে নিন। তার পর তার পর হাত ও মুখ ময়শ্চারাইজ করুন। এই ভাবেই কয়েক দিন আপনার ত্বকের যত্ন নিয়ে নিন। দেখবেন আপনার ত্বকের অনেক পরিবর্তন হয়েছে। উল্লেখিত বিষয় গুলো খুব কঠিন নয় এবং দেখবেন আপনার ত্বকের সমস্যার সমাধান হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল্প বয়সে ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ- ত্বকের জেল্লা ফিরে পেতে মেনে চলুন এই ট্রিকস!

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ত্বক নিয়ে আমরা সকলেই কমবেশি খুব চিন্তিত থাকি। নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে ঘরোয়া প্রণালী কত কিছুই না আমরা ব্যবহার করি।অনেক সময় সেটা ব্যয়বহুল হয়ে যায়। অনেকে আবার অফিস কাছারি করে নিজের ত্বককে সময় দিতে পারেন না।ফলে ত্বক হয়ে যায় রুক্ষ শুস্ক অমসৃণ। কিন্তু মসৃণ উজ্জ্বল ত্বকের মতো আরাম আর কিসেই বা আছে! দিনের শেষে ত্বক রুক্ষ শুষ্ক থাকলে আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি।কিন্তু ভেঙে পড়লে হবে না,হতাশ না হয়ে আপনাকে দিনের শেষে ঘুমাতে যাবার আগে নিয়ে নিতে হবে ত্বকের যত্ন ! ঘুমের আগে নেয়া একটু ত্বকের যত্ন আপনার ত্বককে কোমল মোলায়েম মসৃন রাখতে অনেকটা সাহায্য করতে পারে।

কী ভাবে প্রতি রাতে নিজের ত্বকের যত্ন নেবেন?

প্রথমেই বাড়িতে এসে মেক আপ তুলে ফেলুন ,সামান্য পরিমান কাজল লিপস্টিক থাকলেও সেটা তুলতে ভুলবেন না। তার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।তারপর পারলে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন।মুখে অল্প পরিমান মেকআপ থাকলেও সেটাও ত্বকের জন্য খুব ক্ষতিকর। আপনার ত্বক করে দিতে পারে অমসৃণ রুক্ষ।ফেস ওয়াশ করার পর আপনি মুখে টোনার জাতীয় কিছু মেখে নিতে পারেন।

অনেকেই বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে টোনার বানিয়ে নিতে পারেন।তার জন্য উপকরণ হলো

 

গোলাপ জল – ( আপনার প্রয়োজন মতো ) আপনি এক দুই চামচ নিতে পারেন আর নিয়ে নেবেন

 

শসা – প্রথমে শসাকে পিস্ পিস করে কেটে ফেলতে হবে, ( আপনি ছাল ছাড়াতেও পারেন আবার রেখে দিতেও পারেন ) তারপর শসা মিক্সিতে ফেলে শসার রস বানিয়ে নিতে হবে। গোলাপ জল কিংবা শসার রস দিয়ে তৈরি টোনার রাতে মাখলে ত্বক কোমল রাখতে সাহায্য করে।

 

টোনারটা তৈরি হয়ে গেলে ,মিনিট পাঁচেক আপনার ত্বক মুখে মেখে নিন। তার পর তার পর হাত ও মুখ ময়শ্চারাইজ করুন। এই ভাবেই কয়েক দিন আপনার ত্বকের যত্ন নিয়ে নিন। দেখবেন আপনার ত্বকের অনেক পরিবর্তন হয়েছে। উল্লেখিত বিষয় গুলো খুব কঠিন নয় এবং দেখবেন আপনার ত্বকের সমস্যার সমাধান হয়েছে।