০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: হাসপাতালে MRI করাতে এসে মৃত্যু ছাত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 68

সুমিত দে, কলকাতা: কলকাতার মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স বেসরকারি হাসপাতালে প্রাণ হারালেন এক তরতাজা কলেজ ছাত্রী। মৃত ওই কলেজ ছাত্রীর নাম শ্রীপর্ণা দত্ত(২০)। মৃতা পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন। থানাতেও অভিযোগ জানাল মৃতা কলেজ ছাত্রীর পরিবার।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, এম‌আর‌আই যন্ত্রে ঢোকানোর পর বমি বমি ভাব শুরু হয় কলেজ ছাত্রী শ্রীপর্ণার। পরিবারের দাবি, মেয়ে যখন গুরুতর অসুস্থ তখন তাঁকে দেখার জন্য কোন‌ও চিকিৎসক ছিলেন না।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

কলেজ ছাত্রী শ্রীপর্ণার মায়ের প্রশ্ন, এমআর‌আই করাতে গিয়ে কীভাবে মেয়ের মৃত্যু ঘটল? এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি  মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স বেসরকারি হসপিটালের চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর কিছু সমস্যা ছিল। সেই কারণে এমআরআই করা হয়েছিল। তাঁর মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন। সেক্ষেত্রে মস্তিষ্কের ভিতর কী চলছে, তা বোঝার জন্য এমআরআই করার প্রয়োজন ছিল রোগীর। কিন্তু এমআরআই শেষ হওয়ার কিছু আগে থেকেই তিনি বমি বমি ভাব অনুভব করতে থাকেন। তাঁকে বের করে চেয়ারে বসানো হয়েছিল। আর সঙ্গে সঙ্গে বমি শুরু হয়। সেই সময় দুইজন বিশেষজ্ঞ আসেন এবং তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি রোগীর। এরপর তাঁকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। কিন্তু পালস রেট পাওয়া যায়নি রোগীর। কী কারণে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: হাসপাতালে MRI করাতে এসে মৃত্যু ছাত্রীর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, শনিবার

সুমিত দে, কলকাতা: কলকাতার মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স বেসরকারি হাসপাতালে প্রাণ হারালেন এক তরতাজা কলেজ ছাত্রী। মৃত ওই কলেজ ছাত্রীর নাম শ্রীপর্ণা দত্ত(২০)। মৃতা পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছেন। থানাতেও অভিযোগ জানাল মৃতা কলেজ ছাত্রীর পরিবার।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, এম‌আর‌আই যন্ত্রে ঢোকানোর পর বমি বমি ভাব শুরু হয় কলেজ ছাত্রী শ্রীপর্ণার। পরিবারের দাবি, মেয়ে যখন গুরুতর অসুস্থ তখন তাঁকে দেখার জন্য কোন‌ও চিকিৎসক ছিলেন না।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

কলেজ ছাত্রী শ্রীপর্ণার মায়ের প্রশ্ন, এমআর‌আই করাতে গিয়ে কীভাবে মেয়ের মৃত্যু ঘটল? এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি  মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স বেসরকারি হসপিটালের চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর কিছু সমস্যা ছিল। সেই কারণে এমআরআই করা হয়েছিল। তাঁর মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন। সেক্ষেত্রে মস্তিষ্কের ভিতর কী চলছে, তা বোঝার জন্য এমআরআই করার প্রয়োজন ছিল রোগীর। কিন্তু এমআরআই শেষ হওয়ার কিছু আগে থেকেই তিনি বমি বমি ভাব অনুভব করতে থাকেন। তাঁকে বের করে চেয়ারে বসানো হয়েছিল। আর সঙ্গে সঙ্গে বমি শুরু হয়। সেই সময় দুইজন বিশেষজ্ঞ আসেন এবং তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি রোগীর। এরপর তাঁকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। কিন্তু পালস রেট পাওয়া যায়নি রোগীর। কী কারণে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা