২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পড়ুয়ার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্ক:  মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। করুণ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। স্কুল বাসে করে বাড়ি  ফেরার পথে আচমকাই অসুস্থ বোধ করে ওই পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বালকের।

যে চিকিৎসকের অধীনে ছাত্রের চিকিৎসা হয়েছে তিনি বলেন, ওই পড়ুয়াই সম্ভবত মধ্যপ্রদেশের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ছাত্রের নাম মনীশ জাতভ। মৃত ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। এদিন দুপুরে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছিল সে। দাদার সঙ্গে স্কুলে টিফিন ভাগ করে খেয়েছিল মনীষ। দুপুরে বাড়ি ফেরার  সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মৃত্যু মিছিল বলিউডে, সড়ক দুর্ঘটনায় প্রয়াত বৈভবী, হৃদরোগে মৃত্যু নীতেশ পাণ্ডের  

স্কুল বাসেই হৃদরোগে আক্রান্ত হয় সে। বাস চালক তড়িঘড়ি বাস ঘুরিয়ে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি ১২ বছরের মনীশ জাতভকে।

আরও পড়ুন: Breaking: হাসপাতালে MRI করাতে এসে মৃত্যু ছাত্রীর

হাসপাতালের চিকিৎসক জানান, বৃহস্পতিবার দুপুরে মনীশ মৃত  অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা ‘সিপিআর’ দিয়ে বাঁচানোর চেষ্টাও করেছি।  কিন্তু কিছুই হয়নি। তাঁর উপসর্গ দেখে আমরা হৃদরোগ বলেই অনুমান করছি”।

আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রেমিকের

ওই চিকিৎসক আরও জানায়, করোনা ভাইরাসের পর থেকেই এই ধরণের ঘটনার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশে মনীশকে সর্বকনিষ্ঠ হৃদরোগে আক্রান্ত মৃত ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছেন চিকিৎসক। ভেঙে পড়েছে জাতভের পরিবার। এই ছোট ছেলের ময়নাতদন্ত নাকচ করে দিয়েছে পরিবার।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পড়ুয়ার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। করুণ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। স্কুল বাসে করে বাড়ি  ফেরার পথে আচমকাই অসুস্থ বোধ করে ওই পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বালকের।

যে চিকিৎসকের অধীনে ছাত্রের চিকিৎসা হয়েছে তিনি বলেন, ওই পড়ুয়াই সম্ভবত মধ্যপ্রদেশের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ছাত্রের নাম মনীশ জাতভ। মৃত ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। এদিন দুপুরে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছিল সে। দাদার সঙ্গে স্কুলে টিফিন ভাগ করে খেয়েছিল মনীষ। দুপুরে বাড়ি ফেরার  সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মৃত্যু মিছিল বলিউডে, সড়ক দুর্ঘটনায় প্রয়াত বৈভবী, হৃদরোগে মৃত্যু নীতেশ পাণ্ডের  

স্কুল বাসেই হৃদরোগে আক্রান্ত হয় সে। বাস চালক তড়িঘড়ি বাস ঘুরিয়ে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি ১২ বছরের মনীশ জাতভকে।

আরও পড়ুন: Breaking: হাসপাতালে MRI করাতে এসে মৃত্যু ছাত্রীর

হাসপাতালের চিকিৎসক জানান, বৃহস্পতিবার দুপুরে মনীশ মৃত  অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা ‘সিপিআর’ দিয়ে বাঁচানোর চেষ্টাও করেছি।  কিন্তু কিছুই হয়নি। তাঁর উপসর্গ দেখে আমরা হৃদরোগ বলেই অনুমান করছি”।

আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রেমিকের

ওই চিকিৎসক আরও জানায়, করোনা ভাইরাসের পর থেকেই এই ধরণের ঘটনার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশে মনীশকে সর্বকনিষ্ঠ হৃদরোগে আক্রান্ত মৃত ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছেন চিকিৎসক। ভেঙে পড়েছে জাতভের পরিবার। এই ছোট ছেলের ময়নাতদন্ত নাকচ করে দিয়েছে পরিবার।