০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুইসাইড নোটে ‘অধ্যাপক আমার মৃত্যুর জন্য দায়ী’ লিখে, আত্মহত্যা গবেষক পড়ুয়ার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ল্যাব থেকে শুভদীপ মিত্র নামের একজন ছাত্রের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপশি তোলা হয়েছে বেশ কিছু প্রশ্নও।

বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, যে কোনও পড়ুয়ার মৃত্যুই দুঃখজনক। একজন গবেষক পড়ুয়ার আত্মহত্যা শিক্ষাব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের সম্মুখে দাঁড় করিয়েছে। প্রসঙ্গত, দমদমের বাসিন্দা শুভদীপ গত সাত বছর ধরে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন। শুভদীপ মিত্রের দেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল অধ্যাপক তার মৃত্যুর জন্য দায়ী। আত্মহত্যাকারী ছাত্র লিখেছেন, উনি (অধ্যাপক) আমাকে সঠিকভাবে ‘গাইড’ করেননি।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

সাবির আহমেদ শুভদীপ মিত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,  শুভদীপ মিত্রের আত্মহত্যার রহস্যের তদন্ত করতে হবে। তিনি আরও বলেন, সুইসাইড নোটে উল্লেখিত অধ্যাপকের বিরুদ্ধে গবেষণার কাজে সাহায্য না করার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইসাইড নোটে ‘অধ্যাপক আমার মৃত্যুর জন্য দায়ী’ লিখে, আত্মহত্যা গবেষক পড়ুয়ার

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ল্যাব থেকে শুভদীপ মিত্র নামের একজন ছাত্রের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপশি তোলা হয়েছে বেশ কিছু প্রশ্নও।

বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, যে কোনও পড়ুয়ার মৃত্যুই দুঃখজনক। একজন গবেষক পড়ুয়ার আত্মহত্যা শিক্ষাব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের সম্মুখে দাঁড় করিয়েছে। প্রসঙ্গত, দমদমের বাসিন্দা শুভদীপ গত সাত বছর ধরে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন। শুভদীপ মিত্রের দেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল অধ্যাপক তার মৃত্যুর জন্য দায়ী। আত্মহত্যাকারী ছাত্র লিখেছেন, উনি (অধ্যাপক) আমাকে সঠিকভাবে ‘গাইড’ করেননি।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

সাবির আহমেদ শুভদীপ মিত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,  শুভদীপ মিত্রের আত্মহত্যার রহস্যের তদন্ত করতে হবে। তিনি আরও বলেন, সুইসাইড নোটে উল্লেখিত অধ্যাপকের বিরুদ্ধে গবেষণার কাজে সাহায্য না করার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন