০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৪ সপ্তাহের মধ্যেই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 132

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী চার সপ্তাহের মধ্যেই দুয়ারে রেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। তবে তার আগে ততদিন রাজ্যের নির্দেশ মেনে ডিলারদের দুয়ারে রেশন প্রকল্প চালাতে হবে। মঙ্গলবার এক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। এদিন দুয়ারে রেশন নিয়ে মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। মামলা পর্যবেক্ষণ করে এই রায় দেয় সুপ্রিম কোর্ট।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার রিজয়েন্ডার জমা না দেওয়ায় এদিন মামলার শুনানি হয়নি। রাজ্যের আবেদন মেনেই আগামী ২ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্রের কাছেও হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। এর জন্য আগামী ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরের দু’সপ্তাহ রেশন ডিলারদের জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে। এদিন দুয়ারে রেশন প্রকল্পের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করেছিলেন রেশন ডিলাররা। কিন্তু তাদের সেই আর্জি মঞ্জুর করেননি বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ এপ্রিল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে ডিলারদেরই একাংশ। শুনানি শেষে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য প্রশাসন। মামলায় হাই কোর্টের ওই রায়ে স্থগিতাদেশ জারি করে স্থিতাবস্থার নির্দেশ দেয় শীর্ষ আদালত। অর্থাৎ প্রকল্প চলবে, এখন বন্ধ করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

প্রসঙ্গত, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী সে বছর নভেম্বরে চালু হয় প্রকল্পটি। এই প্রকল্পটি আমজনতার মধ্যে সাড়া ফেলেছিল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী ৪ সপ্তাহের মধ্যেই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী চার সপ্তাহের মধ্যেই দুয়ারে রেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। তবে তার আগে ততদিন রাজ্যের নির্দেশ মেনে ডিলারদের দুয়ারে রেশন প্রকল্প চালাতে হবে। মঙ্গলবার এক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। এদিন দুয়ারে রেশন নিয়ে মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। মামলা পর্যবেক্ষণ করে এই রায় দেয় সুপ্রিম কোর্ট।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার রিজয়েন্ডার জমা না দেওয়ায় এদিন মামলার শুনানি হয়নি। রাজ্যের আবেদন মেনেই আগামী ২ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্রের কাছেও হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। এর জন্য আগামী ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরের দু’সপ্তাহ রেশন ডিলারদের জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে। এদিন দুয়ারে রেশন প্রকল্পের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করেছিলেন রেশন ডিলাররা। কিন্তু তাদের সেই আর্জি মঞ্জুর করেননি বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ এপ্রিল।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে ডিলারদেরই একাংশ। শুনানি শেষে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য প্রশাসন। মামলায় হাই কোর্টের ওই রায়ে স্থগিতাদেশ জারি করে স্থিতাবস্থার নির্দেশ দেয় শীর্ষ আদালত। অর্থাৎ প্রকল্প চলবে, এখন বন্ধ করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

প্রসঙ্গত, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী সে বছর নভেম্বরে চালু হয় প্রকল্পটি। এই প্রকল্পটি আমজনতার মধ্যে সাড়া ফেলেছিল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা