০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘পাঠান’ ছবির বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উলামা বোর্ডের 

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 91

পুবের কলম ওয়েব ডেস্কঃ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ছবি ‘পাঠান’ নিয়ে বিতর্ক বাড়ছে। একদিকে হিন্দু সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করছে ছবির ‘বেশরম রঙে’র গান নিয়ে, অন্যদিকে মধ্যপ্রদেশে এবার উলামা বোর্ডও ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। মধ্যপ্রদেশ ওলামা বোর্ড ‘পাঠান’ ছবিটি মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছে।

 

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

‘পাঠান’-এর ওপর মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ   

আরও পড়ুন: তবরেজ মামলায় অভিযুক্তদের ১০ বছরের জেল

 

আরও পড়ুন: বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের

মধ্যপ্রদেশ উলামা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলী বলেছেন- ‘পাঠান’ নামে একটি ছবি তৈরি হয়েছে, যেখানে শাহরুখ খান একজন নায়ক। মানুষ তাকে দেখে,  পছন্দ করে। কিন্তু আমরা অনেক জায়গা থেকে ফোন ও অভিযোগ পেয়েছি এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন, ওই চলচ্চিত্রের ভিতর দিয়ে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসলামকে ভুলভাবে প্রচার করা হয়েছে।

 

তিনি আরও বলেন- অল ইন্ডিয়া মুসলিম ফেস্টিভ্যাল কমিটি ওই ছবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ছবিটি বয়কট করার ডাক দিয়েছে। আমরা এই ছবিটি না দেখার আবেদন জানাচ্ছি। তিনি বলেন, এই ছবিটি যেন মুক্তি না পায়। এটা আমাদের অধিকার যে, কেউ যদি আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে এভাবে উপস্থাপন করে, তাতে আমরা আপস করব না। যদি কেউ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে, তাহলে আমাদের দ্বীনের সঠিক পথ পেশ করা আমাদের দায়িত্ব।

 

ছবিটি মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছেন উলামা বোর্ডের চেয়ারম্যান 

 

মধ্যপ্রদেশ উলামা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আনাস আলী আরও বলেন- ‘আমি  সেন্সর বোর্ডের কাছে জোরালোভাবে আবেদন করছি এবং ভারতের সমস্ত প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা এই ছবিটি কোথাও প্রদর্শন হতে দেবেন না, কারণ এটি একটি ভুল বার্তা দেবে,এবং আর এদেশের সকল মুসলমানের অনুভূতিতে আঘাত । আমি সবাইকে এই ছবিটি না দেখার জন্য অনুরোধ করছি।’

 

তিনি বলেন, ‘সে তার নাম শাহরুখ খান বলে থাকে এবং শাহরুখ ‘খান’ বলে ‘পাঠান’ ছবি বানায়। ইসলাম ও মুসলমানদের নিয়ে ঠাট্টা করার জন্য এ ধরনের ছবি বানানো হয়, তার  বিরোধিতা করা উচিত। ‘পাঠান’ একটি অত্যন্ত সম্মানিত ভ্রাতৃত্ব, কিন্তু ছবিতে পাঠানকে খুব ভুল উপায়ে উপস্থাপন করা হয়েছে।

 

এমপি ওলামা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আনাস আলী এর পাশাপাশি এবার থেকে ‘ওমরাহ’ করতে যাওয়ার জন্য শাহরুখ খানকে ভিসা না দেওয়ার জন্যও সংশ্লিষ্ট হজ ও ওমরাহ বিভাগের কাছে সুপারিশ করেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পাঠান’ ছবির বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উলামা বোর্ডের 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ছবি ‘পাঠান’ নিয়ে বিতর্ক বাড়ছে। একদিকে হিন্দু সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করছে ছবির ‘বেশরম রঙে’র গান নিয়ে, অন্যদিকে মধ্যপ্রদেশে এবার উলামা বোর্ডও ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। মধ্যপ্রদেশ ওলামা বোর্ড ‘পাঠান’ ছবিটি মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছে।

 

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

‘পাঠান’-এর ওপর মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ   

আরও পড়ুন: তবরেজ মামলায় অভিযুক্তদের ১০ বছরের জেল

 

আরও পড়ুন: বিতর্কের মাঝেই ২০২৪ লোকসভা নির্বাচন লড়াইয়ের ঘোষণা যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের

মধ্যপ্রদেশ উলামা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলী বলেছেন- ‘পাঠান’ নামে একটি ছবি তৈরি হয়েছে, যেখানে শাহরুখ খান একজন নায়ক। মানুষ তাকে দেখে,  পছন্দ করে। কিন্তু আমরা অনেক জায়গা থেকে ফোন ও অভিযোগ পেয়েছি এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন, ওই চলচ্চিত্রের ভিতর দিয়ে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসলামকে ভুলভাবে প্রচার করা হয়েছে।

 

তিনি আরও বলেন- অল ইন্ডিয়া মুসলিম ফেস্টিভ্যাল কমিটি ওই ছবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ছবিটি বয়কট করার ডাক দিয়েছে। আমরা এই ছবিটি না দেখার আবেদন জানাচ্ছি। তিনি বলেন, এই ছবিটি যেন মুক্তি না পায়। এটা আমাদের অধিকার যে, কেউ যদি আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে এভাবে উপস্থাপন করে, তাতে আমরা আপস করব না। যদি কেউ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে, তাহলে আমাদের দ্বীনের সঠিক পথ পেশ করা আমাদের দায়িত্ব।

 

ছবিটি মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছেন উলামা বোর্ডের চেয়ারম্যান 

 

মধ্যপ্রদেশ উলামা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আনাস আলী আরও বলেন- ‘আমি  সেন্সর বোর্ডের কাছে জোরালোভাবে আবেদন করছি এবং ভারতের সমস্ত প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা এই ছবিটি কোথাও প্রদর্শন হতে দেবেন না, কারণ এটি একটি ভুল বার্তা দেবে,এবং আর এদেশের সকল মুসলমানের অনুভূতিতে আঘাত । আমি সবাইকে এই ছবিটি না দেখার জন্য অনুরোধ করছি।’

 

তিনি বলেন, ‘সে তার নাম শাহরুখ খান বলে থাকে এবং শাহরুখ ‘খান’ বলে ‘পাঠান’ ছবি বানায়। ইসলাম ও মুসলমানদের নিয়ে ঠাট্টা করার জন্য এ ধরনের ছবি বানানো হয়, তার  বিরোধিতা করা উচিত। ‘পাঠান’ একটি অত্যন্ত সম্মানিত ভ্রাতৃত্ব, কিন্তু ছবিতে পাঠানকে খুব ভুল উপায়ে উপস্থাপন করা হয়েছে।

 

এমপি ওলামা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আনাস আলী এর পাশাপাশি এবার থেকে ‘ওমরাহ’ করতে যাওয়ার জন্য শাহরুখ খানকে ভিসা না দেওয়ার জন্যও সংশ্লিষ্ট হজ ও ওমরাহ বিভাগের কাছে সুপারিশ করেছেন।