০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জলের পাইপ ফেটে নামল ধস,বিপত্তি ব্র্যাবোর্ন রোডে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ মে ২০২২, শনিবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্কঃ জলের পাইপ ফেটে ব্র্যাবোর্ন রোডে বাঁধল বিপত্তি।নামল ধস। ধসের কারণে দেখা দিয়েছে ব্যপক যানজট। ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাওড়া – বিবাদীবাগ রুটের অধিকাংশ বাস। শুক্রবার রাতেই কর্তব্যরত ট্র্যাফিকপুলিশের নজরে প্রথম আসে বিষয়টি। তাঁরা দেখেন রাস্তার পাশের বেশ কিছুটা অংশ বসে গিয়েছে। শনিবার কলকাতা পুরসভার কর্মীরা ঘটনাস্থলে যান। দেখা যায় জলের পাইপ ফেটেই এই বিপত্তি ঘটেছে।

 

সঙ্গে সঙ্গে শুরু হয় কাজ।হাওড়া- বিবাদীবাগের মত ব্যস্ত রুট বন্ধ করে দেওয়ার জন্য চরমে ওঠে যানজট। বাসের পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয় ছোট গাড়িও। হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেন ধরতে যাওয়া যাত্রীরা পড়েন মহা বিপাকে। পুরসভার এক আধিকারিক জানান, আশা করা যাচ্ছে, শনিবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তা ছাড়া, এর ফলে ওই এলাকায় কোনও জল পরিষেবার সমস্যা হয়নি বলে জানান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জলের পাইপ ফেটে নামল ধস,বিপত্তি ব্র্যাবোর্ন রোডে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন

আপডেট : ১৪ মে ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জলের পাইপ ফেটে ব্র্যাবোর্ন রোডে বাঁধল বিপত্তি।নামল ধস। ধসের কারণে দেখা দিয়েছে ব্যপক যানজট। ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাওড়া – বিবাদীবাগ রুটের অধিকাংশ বাস। শুক্রবার রাতেই কর্তব্যরত ট্র্যাফিকপুলিশের নজরে প্রথম আসে বিষয়টি। তাঁরা দেখেন রাস্তার পাশের বেশ কিছুটা অংশ বসে গিয়েছে। শনিবার কলকাতা পুরসভার কর্মীরা ঘটনাস্থলে যান। দেখা যায় জলের পাইপ ফেটেই এই বিপত্তি ঘটেছে।

 

সঙ্গে সঙ্গে শুরু হয় কাজ।হাওড়া- বিবাদীবাগের মত ব্যস্ত রুট বন্ধ করে দেওয়ার জন্য চরমে ওঠে যানজট। বাসের পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয় ছোট গাড়িও। হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেন ধরতে যাওয়া যাত্রীরা পড়েন মহা বিপাকে। পুরসভার এক আধিকারিক জানান, আশা করা যাচ্ছে, শনিবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তা ছাড়া, এর ফলে ওই এলাকায় কোনও জল পরিষেবার সমস্যা হয়নি বলে জানান তিনি।