তাপপ্রবাহের সতর্কবার্তার মধ্যেই স্বস্তির খবর ! বেশ কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 22
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী। রাজ্যের বিভিন্ন জেলাতে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা। সমস্ত জায়গাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন তাপ মাত্রার পারদ আরও অনেকাংশেই বেড়ে যাবে, সতর্কতা জারি করেছে আইএমডি।
এরই মাঝে সুখবর দিল আলিপুর হওয়া অফিস। প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বেশ কয়েক জেলা। শুক্রবার দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি থাকলেও চারটি জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং তার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর আছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
স্বস্তির কথা হল, শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে না। ওই দিন থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে ২-৩ ডিগ্রি কমবে। শনি ও রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।