১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে থাকবে ১২টি দল, নেই তৃণমূল

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 104

পুবের কলম ওয়েবডেস্ক: কং সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর  শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। সোমবার শ্রীনগরে শেষ হতে চলেছে এই পদযাত্রা। প্রায় চার মাসের যাত্রা শেষ হবে কাল।

সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের তরফে ২১টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো  হয়েছিল।  সূত্রের খবর অনুসারে, ১২টি বিরোধী দলের প্রতিনিধি যোগ  দেবেন সেই অনুষ্ঠানে। তবে তৃণমূল, সমাজবাদী পার্টি, তেলগু দেশম পার্টি (টিডিপি) এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই জানা গেছে।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

শ্রীনগরে সোমবার রাহুলের যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন এমকে স্টালিনের দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে), শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), উদ্ধব ঠাকরের শিবসেনা, সিপিএম, সিপিআই, ভিসিকে, কেরল কংগ্রেস, ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিনিধিরা।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ভারত  জোড়ো যাত্রা। তবে একদিন পর থেকে ফের চালু হয় তা। শনিবার ভাই রাহুল গান্ধির  সঙ্গে অবন্তিপুরা এলাকায় যাত্রায় যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধি। পিডিপির প্রধান মেহেবুবা মুফতিও যোগ দিয়েছেন যাত্রায়।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

কংগ্রেসের মতে ভারতের ইতিহাসে কোনও দল এত দীর্ঘ পদযাত্রা করনি। রাজনৈতিক মহলের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গ্র্যান্ড ওল্ড পার্টির এই লম্বা যাত্রা বেশ প্রভাব ফেলবে। শেষ দিনের যাত্রার জন্য উপত্যকায় মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে কংগ্রেস।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে থাকবে ১২টি দল, নেই তৃণমূল

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কং সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর  শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। সোমবার শ্রীনগরে শেষ হতে চলেছে এই পদযাত্রা। প্রায় চার মাসের যাত্রা শেষ হবে কাল।

সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের তরফে ২১টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো  হয়েছিল।  সূত্রের খবর অনুসারে, ১২টি বিরোধী দলের প্রতিনিধি যোগ  দেবেন সেই অনুষ্ঠানে। তবে তৃণমূল, সমাজবাদী পার্টি, তেলগু দেশম পার্টি (টিডিপি) এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই জানা গেছে।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

শ্রীনগরে সোমবার রাহুলের যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন এমকে স্টালিনের দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে), শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি), তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), উদ্ধব ঠাকরের শিবসেনা, সিপিএম, সিপিআই, ভিসিকে, কেরল কংগ্রেস, ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিনিধিরা।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ভারত  জোড়ো যাত্রা। তবে একদিন পর থেকে ফের চালু হয় তা। শনিবার ভাই রাহুল গান্ধির  সঙ্গে অবন্তিপুরা এলাকায় যাত্রায় যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধি। পিডিপির প্রধান মেহেবুবা মুফতিও যোগ দিয়েছেন যাত্রায়।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

কংগ্রেসের মতে ভারতের ইতিহাসে কোনও দল এত দীর্ঘ পদযাত্রা করনি। রাজনৈতিক মহলের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গ্র্যান্ড ওল্ড পার্টির এই লম্বা যাত্রা বেশ প্রভাব ফেলবে। শেষ দিনের যাত্রার জন্য উপত্যকায় মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে কংগ্রেস।