২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জরুরি বিষয়গুলি না জানলে সমস্যায় পড়তে পারেন

প্রথমবার বিমানে উঠছেন? ভুলেও হাতব্যাগে এই জিনিস’গুলো নেবেন না, তাহলেই…..

পুবের কলম, ওয়েব ডেস্ক: জীবনে প্রথম বার বিমানসফর। আনন্দ-উত্তেজনার পাশাপাশি একরাশ দুশ্চিন্তাও জেঁকে বসেছে মন কাননে। নিয়মকানুন জানা নেই। কী ভাবে সব হয়, কি কি বহন করব? হাত ব্যাগে কী রাখা নিরাপদ আর কী নয়, কিছুই বুঝতে পারছেন না? বিমানযাত্রা সহজ হতে পারে জরুরি কয়েকটি বিষয় জানা থাকলে। এই নিয়েই আজকের প্রতিবেদন 

 

প্রথমবার বিমানে যাত্রা করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন— কী জিনিস হাতের ব্যাগে নেওয়া যাবে, আর কোনটি নেওয়া একেবারেই ঠিক নয়? কেবিন ব্যাগে কিছু জিনিস রাখা নিষিদ্ধ, যদিও সেগুলো চেক-ইন লাগেজে নেওয়া যায়। তাই আগে থেকেই জেনে নিন যেনো বিমানবন্দরে গিয়ে সমস্যায় না পড়েন।

 

নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখলে আপনার যাত্রা হবে ঝামেলামুক্ত: খাবারদাবার: কী রাখা যাবে, কী নয় _

সাধারণত শুকনো খাবার বা হালকা নাস্তা নেওয়া যায়। তবে কিছু জিনিস একেবারেই নিষিদ্ধ। যেমন-

১) শুকনো নারকেল বা নারকেলের টুকরো

২) কর্পূর

৩) মশলা জাতীয় পদার্থ। এই জিনিসগুলি কেবিন ব্যাগে থাকলে সমস্যা হতে পারে।

৪) ওষুধ বহনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন জরুরি। যেমন তরল ওষুধ, বিশেষ করে যদি তা দাহ্য হয় বা খোলা থাকে, তাহলে তা নিয়ে সমস্যা হতে পারে। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সাধারণ ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে তেমন বাধা পোহাতে হয়না বললেই চলে।

৫) অক্সিজেন সিলিন্ডার নেওয়া গেলেও সেটির জন্য অনুমতি লাগবে।

 

৬) নিরাপত্তার কারণে নিচের জিনিসগুলো হাতে রাখা যায় না-

* দড়ি

* ব্লেড

* সেলোটেপ

* নেলকাটার (যদি ছুরি যুক্ত থাকে)

* ফিতে

* কাঁচি

* ছোট ছুরি

* তবে নেলফাইল সাধারণত অনুমোদিত।

 

৭) এমনকি ছাতা বহনের ওপরেও রয়েছে বিধিনিষেধ। যেমন ফোল্ডিং ছাতা নেওয়া যায়। লম্বা হাতলযুক্ত ছাতা কেবিন ব্যাগে নেওয়া যাবে না, চেক-ইনে রাখতে হবে।

 

৮) শিশুদের খেলনাও ব্যতিক্রম নয়। খেলনা বেছে নিতে হবে সাবধানে। আসল প্রাণীর মতো দেখতে খেলনা যেমন সাপ, ব্যাঙ, টিকটিকি বা খেলনা বন্দুক নিষিদ্ধ। সাধারণ সফট টয়, পুতুল নেওয়া যায়। প্লাস্টিক কঙ্কাল জাতীয় শিক্ষামূলক সামগ্রীও কেবিন ব্যাগে নিষিদ্ধ।

৯) প্রসাধনীর ক্ষেত্রেও রয়েছে নানা নিয়মকানুন। ছোট বোতলে শ্যাম্পু, ক্রিম নেওয়া যায়। ট্যালকম পাউডার বা বড় বোতল নিষিদ্ধ।

 

শেষ কথা হলো, বিমান সংস্থাভেদে কিছু নিয়মের পার্থক্য থাকলেও, এই সাধারণ নির্দেশনাগুলো প্রায় সব জায়গায় প্রযোজ্য। যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট দেখে নেওয়াই সবচেয়ে ভালো।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হাদি হত্যা নিয়ে বাংলাদেশ পুলিশের দাবি নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জরুরি বিষয়গুলি না জানলে সমস্যায় পড়তে পারেন

প্রথমবার বিমানে উঠছেন? ভুলেও হাতব্যাগে এই জিনিস’গুলো নেবেন না, তাহলেই…..

আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: জীবনে প্রথম বার বিমানসফর। আনন্দ-উত্তেজনার পাশাপাশি একরাশ দুশ্চিন্তাও জেঁকে বসেছে মন কাননে। নিয়মকানুন জানা নেই। কী ভাবে সব হয়, কি কি বহন করব? হাত ব্যাগে কী রাখা নিরাপদ আর কী নয়, কিছুই বুঝতে পারছেন না? বিমানযাত্রা সহজ হতে পারে জরুরি কয়েকটি বিষয় জানা থাকলে। এই নিয়েই আজকের প্রতিবেদন 

 

প্রথমবার বিমানে যাত্রা করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন— কী জিনিস হাতের ব্যাগে নেওয়া যাবে, আর কোনটি নেওয়া একেবারেই ঠিক নয়? কেবিন ব্যাগে কিছু জিনিস রাখা নিষিদ্ধ, যদিও সেগুলো চেক-ইন লাগেজে নেওয়া যায়। তাই আগে থেকেই জেনে নিন যেনো বিমানবন্দরে গিয়ে সমস্যায় না পড়েন।

 

নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখলে আপনার যাত্রা হবে ঝামেলামুক্ত: খাবারদাবার: কী রাখা যাবে, কী নয় _

সাধারণত শুকনো খাবার বা হালকা নাস্তা নেওয়া যায়। তবে কিছু জিনিস একেবারেই নিষিদ্ধ। যেমন-

১) শুকনো নারকেল বা নারকেলের টুকরো

২) কর্পূর

৩) মশলা জাতীয় পদার্থ। এই জিনিসগুলি কেবিন ব্যাগে থাকলে সমস্যা হতে পারে।

৪) ওষুধ বহনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন জরুরি। যেমন তরল ওষুধ, বিশেষ করে যদি তা দাহ্য হয় বা খোলা থাকে, তাহলে তা নিয়ে সমস্যা হতে পারে। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সাধারণ ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে তেমন বাধা পোহাতে হয়না বললেই চলে।

৫) অক্সিজেন সিলিন্ডার নেওয়া গেলেও সেটির জন্য অনুমতি লাগবে।

 

৬) নিরাপত্তার কারণে নিচের জিনিসগুলো হাতে রাখা যায় না-

* দড়ি

* ব্লেড

* সেলোটেপ

* নেলকাটার (যদি ছুরি যুক্ত থাকে)

* ফিতে

* কাঁচি

* ছোট ছুরি

* তবে নেলফাইল সাধারণত অনুমোদিত।

 

৭) এমনকি ছাতা বহনের ওপরেও রয়েছে বিধিনিষেধ। যেমন ফোল্ডিং ছাতা নেওয়া যায়। লম্বা হাতলযুক্ত ছাতা কেবিন ব্যাগে নেওয়া যাবে না, চেক-ইনে রাখতে হবে।

 

৮) শিশুদের খেলনাও ব্যতিক্রম নয়। খেলনা বেছে নিতে হবে সাবধানে। আসল প্রাণীর মতো দেখতে খেলনা যেমন সাপ, ব্যাঙ, টিকটিকি বা খেলনা বন্দুক নিষিদ্ধ। সাধারণ সফট টয়, পুতুল নেওয়া যায়। প্লাস্টিক কঙ্কাল জাতীয় শিক্ষামূলক সামগ্রীও কেবিন ব্যাগে নিষিদ্ধ।

৯) প্রসাধনীর ক্ষেত্রেও রয়েছে নানা নিয়মকানুন। ছোট বোতলে শ্যাম্পু, ক্রিম নেওয়া যায়। ট্যালকম পাউডার বা বড় বোতল নিষিদ্ধ।

 

শেষ কথা হলো, বিমান সংস্থাভেদে কিছু নিয়মের পার্থক্য থাকলেও, এই সাধারণ নির্দেশনাগুলো প্রায় সব জায়গায় প্রযোজ্য। যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট দেখে নেওয়াই সবচেয়ে ভালো।