০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘সভ্য সমাজে এই ঘটনা লজ্জাজনক, আইন ব্যবস্থা মজবুত করুন’, মণিপুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ থেকেই শুরু বাদল অধিবেশন।  আর তার আগেই ফের লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। দুই মহিলাকে গণধর্ষণের পর তাদের দুজনকে বিবস্ত্র করে প্যারেড করানো হল। লজ্জায় মুখ ঢেকেছে গোটা দেশ। নিন্দার ঝড় সর্বত্র। মণিপুরের ঘটনায় নিয়ে বৃহস্পতিবার মোদি বলেন,  ‘মণিপুরের ঘটনা যে কোনও  সভ্য সমাজের জন্য লজ্জাজনক।’

এরপরই এদিন  প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করছি, নিজেদের রাজ্যে আইনব্যবস্থা আরও মজবুত করুন। বিশেষ করে আমাদের মা-বোনেদের রক্ষার জন্য। কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। রাজনীতি,  বাদ বিবাদের উপরে উঠে, যে কোনও রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা হোক।’ প্রধানমন্ত্রীর আশ্বাস,  ‘কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা  হয়েছে, তা ক্ষমার অযোগ্য।’ প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় আজ গোটা দেশের মাথা নত হল।

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায়  হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, এই ঘটনা ৪ মে-র।  সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য


.

আরও পড়ুন: মণিপুরে চারজনকে গুলি করে খুন! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি দাবি পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সভ্য সমাজে এই ঘটনা লজ্জাজনক, আইন ব্যবস্থা মজবুত করুন’, মণিপুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া মোদির

আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ থেকেই শুরু বাদল অধিবেশন।  আর তার আগেই ফের লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। দুই মহিলাকে গণধর্ষণের পর তাদের দুজনকে বিবস্ত্র করে প্যারেড করানো হল। লজ্জায় মুখ ঢেকেছে গোটা দেশ। নিন্দার ঝড় সর্বত্র। মণিপুরের ঘটনায় নিয়ে বৃহস্পতিবার মোদি বলেন,  ‘মণিপুরের ঘটনা যে কোনও  সভ্য সমাজের জন্য লজ্জাজনক।’

এরপরই এদিন  প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করছি, নিজেদের রাজ্যে আইনব্যবস্থা আরও মজবুত করুন। বিশেষ করে আমাদের মা-বোনেদের রক্ষার জন্য। কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। রাজনীতি,  বাদ বিবাদের উপরে উঠে, যে কোনও রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা হোক।’ প্রধানমন্ত্রীর আশ্বাস,  ‘কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা  হয়েছে, তা ক্ষমার অযোগ্য।’ প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় আজ গোটা দেশের মাথা নত হল।

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায়  হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, এই ঘটনা ৪ মে-র।  সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য


.

আরও পড়ুন: মণিপুরে চারজনকে গুলি করে খুন! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি দাবি পুলিশের