মার্কিন মুলুকে এবার গুলি করে করে হত্যা করা হল ভারতীয় পড়ুয়াকে
- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুকে এবার গুলি করে করে হত্যা করা হল ভারতীয় পড়ুয়াকে। তেলেঙ্গানার সাই চরণ নাক্কা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। এর পাশাপাশি তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থাতেও কর্মরত ছিলেন। জানা যাচ্ছে ঘটনার দিন সাই বিমানবন্দরে এক বন্ধুকে ছাড়তে যান। বিমানবন্দর থেকে ফেরার পথে সাই চরণের গাড়ি তে গুলি করে এক কৃষাঙ্গ। গুরুতর আহত সাইকে নিয়ে যাওয়া হয় মেরিল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ের আর অ্যাডামস কাউলে শক ট্রমা সেন্টারে। সেখানেই কিছুটা সময় পর চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ভারতীয় পড়ুয়ার।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই ভারতীয় পড়ুয়ার নিহত হওয়ার ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। “রবিবার,১৯ জুন সকালে মেরিল্যান্ডের বাল্টিমোরে আমরা নাক্কা সাই চরণের দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি ৷ বাল্টিমোর পুলিশ তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তদন্ত চলছে ৷”
অন্যদিকে সাইচরণের বাবা নাক্কা নরসিংহা জানিয়েছেন তাঁদের ছেলে বরাবরই মেধাবী। কিন্তু তাঁরা চেয়েছিলেন ছেলে দেশে থেকেই উচ্চশিক্ষা সম্পূর্ণ করুক। কিন্তু ছেলে মার্কিন মুলুকে পাড়ি দেয়। দেশে থাকলে এই দিনটা হয়ত আজ তাঁদের দেখতে হতনা।