সংসদে অনুপ্রবেশ এক যুবকের

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 115
পুবের কলম ওয়েবডেস্ক :আবারও সংসদ (Parliament) চত্বরে ঘটলো অনুপ্রবেশকারী প্রবেশের ঘটনা। বাদল অধিবেশন চলা কালীন ঘটলো এই ঘটনা। প্রসঙ্গত, এর আগেও এই ধরণের উদ্বেগজনক ঘটনা ঘটেছিল। সময়টা ছিল ২০০১ সালের ১৩ ডিসেম্বর। হঠাৎই সশস্ত্র জঙ্গিরা প্রবেশ করে হামলা চালিয়েছিল।
ভিজিটার্স পাস জোগাড় করে সংসদের ভেতরে বোমা ছোড়া হয়। এককথায় নাটকীয় প্রদর্শন। এই ঘটনায় অভিযুক্ত ৬ জন, মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল ধনরাজ শিন্ডে, নীলম আজাদ, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত-কে গ্রেফতার করা হয়। আর সেই ঘটনার ২২ বছর পূর্তিতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এই ঘটনার পরে সংসদের নিরাপত্তা আরও কড়া করা হয়েছিল। পুনরায় এই ঘটনার ফলে সংসদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।
সূত্রের খবর, শুক্রবার ভোর ৬:৩০ নাগাদ সংসদের নিরাপত্তা বেষ্টনীর পাঁচিল টপকে ভেতরে ঢুকতে সক্ষ্যম হয় ওই যুবক। এমনকি নিরাপত্তারক্ষীদের চোখে ধূলো দিয়ে গরুড় দ্বার পর্যন্ত ঢুকে পড়ে যুবকটি। আপাতত নিরাপত্তারক্ষীরা আটক করেছে ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে জান গিয়েছে, যুবকের নাম রামা। বয়স ২০ বছর এবং বাড়ি উত্তরপ্রদেশে। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হলে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে রামাকে।