১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে অনুপ্রবেশ এক যুবকের

সংসদে অনুপ্রবেশ এক যুবকের

পুবের কলম ওয়েবডেস্ক :আবারও সংসদ (Parliament) চত্বরে ঘটলো অনুপ্রবেশকারী প্রবেশের ঘটনা। বাদল অধিবেশন চলা কালীন ঘটলো এই ঘটনা। প্রসঙ্গত, এর আগেও এই ধরণের উদ্বেগজনক ঘটনা ঘটেছিল। সময়টা ছিল ২০০১ সালের ১৩ ডিসেম্বর। হঠাৎই সশস্ত্র জঙ্গিরা প্রবেশ করে হামলা চালিয়েছিল।

ভিজিটার্স পাস জোগাড় করে সংসদের ভেতরে বোমা ছোড়া হয়। এককথায় নাটকীয় প্রদর্শন। এই ঘটনায় অভিযুক্ত ৬ জন, মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল ধনরাজ শিন্ডে, নীলম আজাদ, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত-কে গ্রেফতার করা হয়। আর সেই ঘটনার ২২ বছর পূর্তিতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এই ঘটনার পরে সংসদের নিরাপত্তা আরও কড়া করা হয়েছিল। পুনরায় এই ঘটনার ফলে সংসদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন: দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

সূত্রের খবর, শুক্রবার ভোর ৬:৩০ নাগাদ সংসদের নিরাপত্তা বেষ্টনীর পাঁচিল টপকে ভেতরে ঢুকতে সক্ষ্যম হয় ওই যুবক। এমনকি নিরাপত্তারক্ষীদের চোখে ধূলো দিয়ে গরুড় দ্বার পর্যন্ত ঢুকে পড়ে যুবকটি। আপাতত নিরাপত্তারক্ষীরা আটক করেছে ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে জান গিয়েছে, যুবকের নাম রামা। বয়স ২০ বছর এবং বাড়ি উত্তরপ্রদেশে। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হলে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে রামাকে।

আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জে ব্যর্থ কেন্দ্র! সংসদে ‘সাদা কাগজে’ তৃণমূলের অভিনব প্রতিবাদ, পাশে অন্যান্য বিরোধী দলও

আরও পড়ুন: ১ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন
সর্বধিক পাঠিত

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদে অনুপ্রবেশ এক যুবকের

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক :আবারও সংসদ (Parliament) চত্বরে ঘটলো অনুপ্রবেশকারী প্রবেশের ঘটনা। বাদল অধিবেশন চলা কালীন ঘটলো এই ঘটনা। প্রসঙ্গত, এর আগেও এই ধরণের উদ্বেগজনক ঘটনা ঘটেছিল। সময়টা ছিল ২০০১ সালের ১৩ ডিসেম্বর। হঠাৎই সশস্ত্র জঙ্গিরা প্রবেশ করে হামলা চালিয়েছিল।

ভিজিটার্স পাস জোগাড় করে সংসদের ভেতরে বোমা ছোড়া হয়। এককথায় নাটকীয় প্রদর্শন। এই ঘটনায় অভিযুক্ত ৬ জন, মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল ধনরাজ শিন্ডে, নীলম আজাদ, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত-কে গ্রেফতার করা হয়। আর সেই ঘটনার ২২ বছর পূর্তিতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এই ঘটনার পরে সংসদের নিরাপত্তা আরও কড়া করা হয়েছিল। পুনরায় এই ঘটনার ফলে সংসদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন: দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

সূত্রের খবর, শুক্রবার ভোর ৬:৩০ নাগাদ সংসদের নিরাপত্তা বেষ্টনীর পাঁচিল টপকে ভেতরে ঢুকতে সক্ষ্যম হয় ওই যুবক। এমনকি নিরাপত্তারক্ষীদের চোখে ধূলো দিয়ে গরুড় দ্বার পর্যন্ত ঢুকে পড়ে যুবকটি। আপাতত নিরাপত্তারক্ষীরা আটক করেছে ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে জান গিয়েছে, যুবকের নাম রামা। বয়স ২০ বছর এবং বাড়ি উত্তরপ্রদেশে। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হলে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে রামাকে।

আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জে ব্যর্থ কেন্দ্র! সংসদে ‘সাদা কাগজে’ তৃণমূলের অভিনব প্রতিবাদ, পাশে অন্যান্য বিরোধী দলও

আরও পড়ুন: ১ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন