এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লুকাস হার্নান্দেজ, ফ্রান্স দলের জন্য বড় ক্ষতি

- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 18
পুবের কলম ওয়েব ডেস্কঃ হাঁটুতে চোট। ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ডিফেন্ডার লুকাস হার্নান্ডেজের।মূলত ম্যাচ চলাকালীন হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন তিনি।ম্যাচের পরে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের তরফে জানা গিয়েছে, হাঁটুর লিগামেন্টে চোট রয়েছে হার্নান্ডেজের। ফ্রান্স শিবির যদিও হার্নান্ডেজের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে এখন পর্যন্তও কিছু নিশ্চিত করেনি। তবে দলের অধিনায়ক হুগো লরিস ও কোচের কথায় অনেকটাই স্পষ্ট, এই ডিফেন্ডারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে পাঁচজন ফুটবলার চোটের তালিকায় নাম লিখিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। অজিদের বিরুদ্ধে ম্যাচের ১৩ মিনিটে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন হার্নান্ডেজ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে সকারুদের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আল জানোব স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে তারা তুলে নেয় ৪-১ গোলের বড় জয়। তবে কোচ দিদিয়ের দেশামকে পুরোপুরি স্বস্তি পেতে দেননি ২৬ বছর বয়সী লেফট-ব্যাক লুকাস।
লুকাস হার্নান্ডেজের হাঁটুর চোট এতটাই গুরুতর যে তাঁকে বুধবারই কাতার থেকে প্যারিস ফিরে যেতে হবে। ফ্রান্স কোচ দিদিয়ের দ্রেশচ্যাম্প বলেছেন, লুকাস হার্নান্ডেজের না থাকা ফ্রান্স দলের জন্য বড় ক্ষতি। চোটের জন্য কাতার যেতে পারেননি পল পোগবা। একই কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন কঁতে। কাতারে গিয়েও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন ব্যালন ডি’অরজয়ী করিম বেঞ্জেমা। এবার প্রথম ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপের বাইরে চলে গেলেন বায়ার্ন লেফট ব্যাক লুকাস হার্নান্ডেজ।