২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে কোভিড টিকাকরণের অনুমতি দিল ডিজিসিআই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল ডিজিসিআই। ভারত বায়োটেকের তৈরি টিকা কো-ভ্যাকসিন দেওয়া হবে। কখন থেকে এই টিকাকরণ দেওয়া শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি পেশ করবে স্বাস্থ্য দফতর।

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে দুই মাসের মধ্যে ১৫ দিন অন্তর টিকাকরণের গতি প্রকৃতি বিশ্লেষণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিআই। দ্বিতীয় ধাপে ভারত বায়োটেককে প্রতি পাঁচ মাস অন্তর ডেটা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বছরভর ক্যানেলের মুখ বন্ধ করে চলছে মেট্রোর কাজ, জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে পুরসভা

২০২১ সালের ২৪ ডিসেম্বর ১২ থেকে ১৮ বছর বয়সীদের কো-ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড় দেয় ডিসিজিআই। এটি বর্তমানে ১৫-১৮ বছর বয়সীদের জন্য দেওয়া হচ্ছে। জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকোভ-ডি ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: এবার করোনা প্রতিরোধে ভারতে জরুরি ভিত্তিতে ছাড় পেল আরও দুটি ভ্যাকসিন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ‘জরুরি ভিত্তিতে এই অনুমোদনের মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই আরও জোরদার হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে। এর পর গত মাসে ১২ বছরের বেশি বয়সী শিশুদের এই তালিকায় আনা হয়। গত বছরের ১ এপ্রিল থেকে দেশে ৪৫ বছরের উর্ধ্বদের টিকা দেওয়ার অভিযান শুরু হয়। সরকার গত বছরের মে থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেককে টিকা নেওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে টিকাকরণ অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য,  বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।  এই অবস্থায় কোভিড টিকার ওপরেই ভরসা রেখে এগোচ্ছে ভারত। বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই বায়োলজিকাল ই-এর ভ্যাকসিন কর্বেভ্যাক্সকে সীমিত জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস জেনারেল কন্ট্রোল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। এর পর ১৪ ফেব্রুয়ারি সেন্টাল ড্রাগ’স স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) কোভিড বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানেই ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার আলোচনা হয়৷ এরপরই শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়। বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা ভ্যাকসিনের নামই হল কর্বেভ্যাক্স। যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। এর পরেই স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের পর এবার প্রাপ্তবয়স্কদেরও বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে না এই টিকা। বেসরকারি হাসপাতালে চলছে এই টিকাকরণ। প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) করোনা টিকা পাবেন।

কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়,  এবার ১৮ বছর হলেই মিলবে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ। আপাতত শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা বেসরকারি কেন্দ্র থেকে প্রাপ্তবয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় প্রাপ্ত বয়স্কদের।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে কোভিড টিকাকরণের অনুমতি দিল ডিজিসিআই

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ৬-১২ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল ডিজিসিআই। ভারত বায়োটেকের তৈরি টিকা কো-ভ্যাকসিন দেওয়া হবে। কখন থেকে এই টিকাকরণ দেওয়া শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি পেশ করবে স্বাস্থ্য দফতর।

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে দুই মাসের মধ্যে ১৫ দিন অন্তর টিকাকরণের গতি প্রকৃতি বিশ্লেষণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিআই। দ্বিতীয় ধাপে ভারত বায়োটেককে প্রতি পাঁচ মাস অন্তর ডেটা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বছরভর ক্যানেলের মুখ বন্ধ করে চলছে মেট্রোর কাজ, জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে পুরসভা

২০২১ সালের ২৪ ডিসেম্বর ১২ থেকে ১৮ বছর বয়সীদের কো-ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড় দেয় ডিসিজিআই। এটি বর্তমানে ১৫-১৮ বছর বয়সীদের জন্য দেওয়া হচ্ছে। জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকোভ-ডি ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: এবার করোনা প্রতিরোধে ভারতে জরুরি ভিত্তিতে ছাড় পেল আরও দুটি ভ্যাকসিন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ‘জরুরি ভিত্তিতে এই অনুমোদনের মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই আরও জোরদার হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে। এর পর গত মাসে ১২ বছরের বেশি বয়সী শিশুদের এই তালিকায় আনা হয়। গত বছরের ১ এপ্রিল থেকে দেশে ৪৫ বছরের উর্ধ্বদের টিকা দেওয়ার অভিযান শুরু হয়। সরকার গত বছরের মে থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেককে টিকা নেওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে টিকাকরণ অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য,  বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।  এই অবস্থায় কোভিড টিকার ওপরেই ভরসা রেখে এগোচ্ছে ভারত। বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই বায়োলজিকাল ই-এর ভ্যাকসিন কর্বেভ্যাক্সকে সীমিত জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস জেনারেল কন্ট্রোল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। এর পর ১৪ ফেব্রুয়ারি সেন্টাল ড্রাগ’স স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) কোভিড বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানেই ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার আলোচনা হয়৷ এরপরই শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়। বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা ভ্যাকসিনের নামই হল কর্বেভ্যাক্স। যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। এর পরেই স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের পর এবার প্রাপ্তবয়স্কদেরও বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে না এই টিকা। বেসরকারি হাসপাতালে চলছে এই টিকাকরণ। প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) করোনা টিকা পাবেন।

কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়,  এবার ১৮ বছর হলেই মিলবে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ। আপাতত শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা বেসরকারি কেন্দ্র থেকে প্রাপ্তবয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় প্রাপ্ত বয়স্কদের।