২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বেসুরো হিরণ, দলবদলের জল্পনা তুঙ্গে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 28
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের কি ভাঙনের মুখে বিজেপি?রাজ্য বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের শোচনীয় ফলের পর মুখ ফিরিয়েছেন অনেকেই।দল বদলুরাও ফের ঘর ওয়াপসি হচ্ছেন। ৭৭ থেকে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭০।

এবার জল্পনা তুঙ্গে দল পদ্ম শিবির ছাড়তে পারেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সূত্রের খবর দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতের জেরেই এহেন ভাবনাচিন্তা হিরণের। কার্যত নাকি কথাবার্তাও বন্ধ দিলীপ-হিরণের মধ্যে।

বেশ কিছুদিন খড়গপুর সদরের বিধায়ককে দেখা যাচ্ছেনা দলীয় কর্মসূচীতে। সাংসদ তথা শীর্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতই নাকি এর মূল কারণ।

উল্লেখ্য নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। দীর্ঘদিন তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন তিনি। ভোটের ঠিক আগেই তিনি দলে সম্মান পাচ্ছেননা এই যুক্তি দেখিয়ে বিজেপিতে যোগ দেন। তাকে টিকিটও দেয় বিজেপি। জিতে এসে বিধায়কও হন তিনি। তবে ফের বেসুরও হিরণ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বেসুরো হিরণ, দলবদলের জল্পনা তুঙ্গে

আপডেট : ১ অক্টোবর ২০২১, শুক্রবার
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের কি ভাঙনের মুখে বিজেপি?রাজ্য বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের শোচনীয় ফলের পর মুখ ফিরিয়েছেন অনেকেই।দল বদলুরাও ফের ঘর ওয়াপসি হচ্ছেন। ৭৭ থেকে এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭০।

এবার জল্পনা তুঙ্গে দল পদ্ম শিবির ছাড়তে পারেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সূত্রের খবর দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতের জেরেই এহেন ভাবনাচিন্তা হিরণের। কার্যত নাকি কথাবার্তাও বন্ধ দিলীপ-হিরণের মধ্যে।

বেশ কিছুদিন খড়গপুর সদরের বিধায়ককে দেখা যাচ্ছেনা দলীয় কর্মসূচীতে। সাংসদ তথা শীর্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতই নাকি এর মূল কারণ।

উল্লেখ্য নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। দীর্ঘদিন তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন তিনি। ভোটের ঠিক আগেই তিনি দলে সম্মান পাচ্ছেননা এই যুক্তি দেখিয়ে বিজেপিতে যোগ দেন। তাকে টিকিটও দেয় বিজেপি। জিতে এসে বিধায়কও হন তিনি। তবে ফের বেসুরও হিরণ।