০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার অর্থ তছরূপের মামলায় সোনিয়া ও রাহুলকে তলব ইডির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুন ২০২২, বুধবার
  • / 121

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার অর্থ তছরূপের মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহুল গান্ধিকে তলব করল ইডি। ইডি’র তরফে জানানো হয়েছে, সোনিয়া এবং রাহুলকে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, অবশ্যই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। আপাতত বিদেশে রয়েছেন রাহুল। ফিরে এলে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। প্রয়োজনে ইডির কাছে আরও সময় চাওয়া হতে পারে।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

সরকারি সূত্রে জানা গিয়েছে,  ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড’-এর ৫ হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে আইন ভেঙেছেন সোনিয়া ও রাহুল গান্ধি। এমন অভিযোগ উঠলেও তা প্রমাণ হয়নি কখনও। এই মামলাটি ২০১৫ সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার  একটি আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার অর্থ তছরূপের মামলায় সোনিয়া ও রাহুলকে তলব ইডির

আপডেট : ১ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার অর্থ তছরূপের মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহুল গান্ধিকে তলব করল ইডি। ইডি’র তরফে জানানো হয়েছে, সোনিয়া এবং রাহুলকে আগামী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, অবশ্যই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। আপাতত বিদেশে রয়েছেন রাহুল। ফিরে এলে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। প্রয়োজনে ইডির কাছে আরও সময় চাওয়া হতে পারে।

আরও পড়ুন: কোটি টাকার প্রতারণার মামলায় গ্রেফতার ভুয়ো ইডি অফিসার

সরকারি সূত্রে জানা গিয়েছে,  ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড’-এর ৫ হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে আইন ভেঙেছেন সোনিয়া ও রাহুল গান্ধি। এমন অভিযোগ উঠলেও তা প্রমাণ হয়নি কখনও। এই মামলাটি ২০১৫ সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার  একটি আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার