১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার অমরনাথ যাত্রায় নয়া রুট, চপারে করে সরাসরি গুহার পাদদেশে পৌঁছতে পারবে তীর্থযাত্রীরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্ক:  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামী ৩০ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। মোট ৪৩ দিনের এই যাত্রা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা আবহে বিগত দু বছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ থাকার পর ফের এই যাত্রা নিয়ে অতি সতর্ক কেন্দ্র সরকার। ঝুঁকি এড়াতে এবারের যাত্রায় যোগ হল নয়া রুট। শ্রীনগর থেকে সরাসরি হেলিকপ্টারের মাধ্যমে অমরনাথ যাত্রার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। চপার চলাচল করবে শ্রীনগর বিমানবন্দরের কাছাকাছি বুদগাম থেকে পঞ্চতারনি পর্যন্ত। দুবছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ থাকার কারণে এবার ভিড় সামলাতে এই নয়া রুটের উদ্যোগ বলে জানিয়েছেন কেন্দ্র। চপারের মাধ্যমে অমরনাথ মন্দির থেকে ৬ কিলোমিটার দূরে তীর্থযাত্রীদের নামানো হবে। বালতাল ও পহেলগাম হয়ে পঞ্চতারনি পর্যন্ত উড়ান চলাচল করবে। তীর্থযাত্রীরা সাধারণত পায়ে হেঁটে, খচ্চরে, পালকিতে করে অমরনাথ দর্শনে যায়। এবার এই নয়া রুট যুক্ত করা হল দর্শনার্থীদের সুবিধার্থে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, এবছর আগে থেকে ভিড়ের কথা চিন্তা করেই গত সপ্তাহেই তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

এবার অমরনাথ যাত্রায় নয়া রুট, চপারে করে সরাসরি গুহার পাদদেশে পৌঁছতে পারবে তীর্থযাত্রীরা

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

শ্রী অমরনাথ মন্দির কর্তৃপক্ষকে (এসএএসবি) পাহাড়ের গুহার পাদদেশে চপারগুলির অবতরণ সম্ভব হবে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ভিভিআইপি’দের চপারগুলি ওই নির্দিষ্ট স্থানে অবতরণ করে থাকে।

সরকারি এক কর্মকর্তা আরও জানিয়েছেন, এই পরিষেবার ফলে তীর্থযাত্রীরা খুব কম সময়ের মধ্যে গুহার পাদদেশে  পৌঁছতে পারবে। দূরত্ব লাঘব হবে। তবে হেলিকপ্টারের ভাড়ার জন্য খুব কম তীর্থযাত্রীই এই পরিষেবার সুবিধা নিতে পারবে। হেলিকপ্টার ভাড়া কত হবে, তা এখনও নির্ধারিত হয়নি, আলোচনা চলছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, শ্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তি অনুসারে একদিনে ১৫ হাজার তীর্থযাত্রীকে পেহেলগাম এবং বালতালের যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই পথে মাথাপিছু খরচ ৭৫০০ টাকা। তবে এর আওতায় পড়বে না যারা সরাসরি চপারে করে পঞ্চতারনি পর্যন্ত যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে জুন মাস পর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে ৯৬ জন জঙ্গি নিহত হয়েছে। এবছরও অমরনাথ তীর্থযাত্রীদের ওপরে জঙ্গি নাশকতার হমকি আছে। সেই সঙ্গে জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে টেলি অভিনেত্রী, শিক্ষিকা, ব্যাঙ্ক ম্যানেজার, পরিযায়ী শ্রমিকের। সব পরিস্থিতি বুঝে এবার মোট ৪৩ দিনের এই অমরনাথ যাত্রায় যেকোনও নাশকতামূলক পরিস্থিতি ঠেকাতে অতি সতর্ক কেন্দ্র সরকার।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার অমরনাথ যাত্রায় নয়া রুট, চপারে করে সরাসরি গুহার পাদদেশে পৌঁছতে পারবে তীর্থযাত্রীরা

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামী ৩০ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। মোট ৪৩ দিনের এই যাত্রা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা আবহে বিগত দু বছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ থাকার পর ফের এই যাত্রা নিয়ে অতি সতর্ক কেন্দ্র সরকার। ঝুঁকি এড়াতে এবারের যাত্রায় যোগ হল নয়া রুট। শ্রীনগর থেকে সরাসরি হেলিকপ্টারের মাধ্যমে অমরনাথ যাত্রার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। চপার চলাচল করবে শ্রীনগর বিমানবন্দরের কাছাকাছি বুদগাম থেকে পঞ্চতারনি পর্যন্ত। দুবছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ থাকার কারণে এবার ভিড় সামলাতে এই নয়া রুটের উদ্যোগ বলে জানিয়েছেন কেন্দ্র। চপারের মাধ্যমে অমরনাথ মন্দির থেকে ৬ কিলোমিটার দূরে তীর্থযাত্রীদের নামানো হবে। বালতাল ও পহেলগাম হয়ে পঞ্চতারনি পর্যন্ত উড়ান চলাচল করবে। তীর্থযাত্রীরা সাধারণত পায়ে হেঁটে, খচ্চরে, পালকিতে করে অমরনাথ দর্শনে যায়। এবার এই নয়া রুট যুক্ত করা হল দর্শনার্থীদের সুবিধার্থে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, এবছর আগে থেকে ভিড়ের কথা চিন্তা করেই গত সপ্তাহেই তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

এবার অমরনাথ যাত্রায় নয়া রুট, চপারে করে সরাসরি গুহার পাদদেশে পৌঁছতে পারবে তীর্থযাত্রীরা

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

শ্রী অমরনাথ মন্দির কর্তৃপক্ষকে (এসএএসবি) পাহাড়ের গুহার পাদদেশে চপারগুলির অবতরণ সম্ভব হবে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ভিভিআইপি’দের চপারগুলি ওই নির্দিষ্ট স্থানে অবতরণ করে থাকে।

সরকারি এক কর্মকর্তা আরও জানিয়েছেন, এই পরিষেবার ফলে তীর্থযাত্রীরা খুব কম সময়ের মধ্যে গুহার পাদদেশে  পৌঁছতে পারবে। দূরত্ব লাঘব হবে। তবে হেলিকপ্টারের ভাড়ার জন্য খুব কম তীর্থযাত্রীই এই পরিষেবার সুবিধা নিতে পারবে। হেলিকপ্টার ভাড়া কত হবে, তা এখনও নির্ধারিত হয়নি, আলোচনা চলছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, শ্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তি অনুসারে একদিনে ১৫ হাজার তীর্থযাত্রীকে পেহেলগাম এবং বালতালের যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই পথে মাথাপিছু খরচ ৭৫০০ টাকা। তবে এর আওতায় পড়বে না যারা সরাসরি চপারে করে পঞ্চতারনি পর্যন্ত যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে জুন মাস পর্যন্ত নিরাপত্তাবাহিনীর হাতে ৯৬ জন জঙ্গি নিহত হয়েছে। এবছরও অমরনাথ তীর্থযাত্রীদের ওপরে জঙ্গি নাশকতার হমকি আছে। সেই সঙ্গে জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে টেলি অভিনেত্রী, শিক্ষিকা, ব্যাঙ্ক ম্যানেজার, পরিযায়ী শ্রমিকের। সব পরিস্থিতি বুঝে এবার মোট ৪৩ দিনের এই অমরনাথ যাত্রায় যেকোনও নাশকতামূলক পরিস্থিতি ঠেকাতে অতি সতর্ক কেন্দ্র সরকার।