২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান


পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুল দখলের পর থেকেই একের পর এক বিতর্কের মুখে তালিবান সরকার। এবার আফগানিস্তানে বিদেশি কোনও মুদ্রার পুরোপুরি বন্ধে নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার।


মঙ্গলবার তালিবান সরকারে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক অনলাইন পোস্টে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। আফগানিস্তানের সবাইকে সব ধরনের লেনদেন আফগানিতে (আফগানিস্তানের মুদ্রা) করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি মুদ্রা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কেউ এই আদেশের বিপরীতের গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিপথে নয়া প্রজন্ম, টিকটক ও পাবজি নিষিদ্ধ করল তালিবান


উল্লেখ্য, একেই অর্থনীতি থেকে খাদ্য সংকটে জেরবার আফগানিস্তান। তার পরে তালিবান সরকারের এই নয়া পদক্ষেপে আরও সমস্যার সম্মুক্ষীণ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, গতকাল রাজধানী কাবুলে এক বন্দুক ও বোমা হামলার পরপরই তালিবান সরকার সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

আফগানিস্তানে আফগানির মুদ্রার পাশাপাশি মার্কিন ডলার ব্যবহারের ব্যাপক চল রয়েছে। দেশটির সীমান্ত এলাকায় বাণিজ্যের জন্য পাকিস্তানসহ প্রতিবেশী নানা দেশের মুদ্রাও ব্যবহার করা হয়।

গত আগস্টে আফগানিস্তান দখলে নেয় তালিবান। এরপর থেকেই দেশটিতে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটির রিজার্ভ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের টালমাটাল অর্থনীতিতে ব্যাংকগুলোর নগদ অর্থের অভাব রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দেশ এখন পর্যন্ত তালিবান প্রশাসনকে সরকার হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান

আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার


পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুল দখলের পর থেকেই একের পর এক বিতর্কের মুখে তালিবান সরকার। এবার আফগানিস্তানে বিদেশি কোনও মুদ্রার পুরোপুরি বন্ধে নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার।


মঙ্গলবার তালিবান সরকারে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক অনলাইন পোস্টে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। আফগানিস্তানের সবাইকে সব ধরনের লেনদেন আফগানিতে (আফগানিস্তানের মুদ্রা) করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি মুদ্রা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কেউ এই আদেশের বিপরীতের গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিপথে নয়া প্রজন্ম, টিকটক ও পাবজি নিষিদ্ধ করল তালিবান


উল্লেখ্য, একেই অর্থনীতি থেকে খাদ্য সংকটে জেরবার আফগানিস্তান। তার পরে তালিবান সরকারের এই নয়া পদক্ষেপে আরও সমস্যার সম্মুক্ষীণ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, গতকাল রাজধানী কাবুলে এক বন্দুক ও বোমা হামলার পরপরই তালিবান সরকার সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

আফগানিস্তানে আফগানির মুদ্রার পাশাপাশি মার্কিন ডলার ব্যবহারের ব্যাপক চল রয়েছে। দেশটির সীমান্ত এলাকায় বাণিজ্যের জন্য পাকিস্তানসহ প্রতিবেশী নানা দেশের মুদ্রাও ব্যবহার করা হয়।

গত আগস্টে আফগানিস্তান দখলে নেয় তালিবান। এরপর থেকেই দেশটিতে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটির রিজার্ভ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের টালমাটাল অর্থনীতিতে ব্যাংকগুলোর নগদ অর্থের অভাব রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দেশ এখন পর্যন্ত তালিবান প্রশাসনকে সরকার হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।