এবারের নির্বাচন টিপু বনাম সাভারকরের লড়াই, বিতর্ক উসকে মন্তব্য বিজেপি নেতার

- আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচনমুখী কর্নাটকে মেরুকরণের জন্য বিজেপির হাতিয়ার মহিশূরের শার্দুল টিপু সুলতান। প্রযুক্তি, সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে অষ্টাদশ শতকের মহিশূরের নবাব যেমন কৃতিত্ব দেখিয়েছিলেন, তেমনি তিনি হয়ে উঠেছিলেন ইংরেজ বিরোধী শক্তির চরম শত্রু। ইতিহাসবিদরা টিপু সুলতানকে ‘স্বাধীনতা সংগ্রামী’ বলতেই ভালোবাসেন।
কিন্তু বিজেপির তা পছন্দ নয়। তার বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা ছড়িয়ে যাচ্ছে কর্নাটকের শাসক দলটি। বৃহস্পতিবার কর্নাটকের বিজেপি সভাপতি নলীন কুমার কাতিল এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে টিপু বনাম সাভারকরের মধ্যে। দু’জনেই বহু বছর আগে গত হয়েছেন। তাহলে দু’জনের যুদ্ধ কীভাবে হবে?
হিন্দুত্ববাদী নেতা সাভারকর মুচলেকা দিয়ে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনেরও তীব্র বিরোধিতা করেন সাভারকর। তারপরও তাকে হিন্দুত্বের জনক বানাতে চাইছে বিজেপি। তাকে সামনে রেখেই লড়তে চাইছে নির্বাচনে। অন্যদিকে, দেশপ্রেমিক টিপুকে খাটো করার মাধ্যমে মুসলিমদেরকে তাতিয়ে তোলার চেষ্টা করছে তারা।
এদিন ওই বিজেপি নেতা বলেন, এবারের নির্বাচন টিপু বনাম সাভারকরের মধ্যে হবে। কংগ্রেস রাজ্যে টিপু জয়ন্তী পালনের অনুমতি দিয়েছিল। সাভারকরকে অপমানও করেছে তারা। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আলোচনার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। সাভারকর ও টিপুর মধ্যে কোন দেশপ্রেমিককে এখন আমাদের দরকার? এভাবেই মেরুকরণের মাধ্যমে নির্বাচনের ময়দান প্রস্তুত করছে কর্নাটক বিজেপি।