সংকটজনক হলেও স্থিতিশীল তরুণ মজুমদার, নবান্ন যাওয়ার পথে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 47
পুবের কলম, ওয়েবডেস্ক: অতি সংকটের বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার। গত তিনদিন ধরেই তার শারীরিক অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি। আজ সকালে তারঁ শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বার্ধক্য ও কিডনির অসুখে ভুগছেন ৯২ বছর বয়সী এই চিত্র পরিচালক। তবে চিকিৎসকরা সব সময় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন বার্ধক্য ও কিডনির সমস্যা থেকে তরুণ মজুমদারকে বের করে নিয়ে আসা সম্ভব।
এদিন নবান্নে যাওয়ার পতে এসএসকেএম-এ গিয়ে তরুণ মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার।
সত্তর দশকের অন্যতম জনপ্রিয় পরিচালক তরুণ মজুমদার। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক। এছাড়াও তার সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, সাতটি বি.এফ.জে.এ. সম্মান, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার। ১৯৯০ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।