০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে’ জানিয়ে হুমকি ই-মেল, দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ মে ২০২৪, বুধবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্ক: গতকাল কলকাতায় রাজভবন ও ন্যাশনাল মিউজিয়ামে নাশকতার হুমকি দিয়ে ই-মেল আসে। তদন্তে নেমেছে লালবাজার। তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লির একাধিক স্কুলে সাত সকালেই পাঠানো হল হুমকি ই-মেল। সেই ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি।

খবর পেতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল। পড়ুয়াদের তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বুধবার ভোরে দিল্লিতে কমপক্ষে ৬০টি স্কুলে বোমাতঙ্কের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রতিটি স্কুলেই মেলের মাধ্যমে হুমকি এসেছে। ওই ইমেলগুলির আইপি অ্যাড্রেস ট্রাক করে জানা গিয়েছে, তা ভারতের বাইরের। তবে দিল্লির পুলিশ সূত্রে এখনও এই মেলগুলির সূত্র নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেল পাঠানো হয়েছে, যে কারণে লোকেশন ঠিকভাবে ঠাহর করা যাচ্ছে না। লোকসভার ভোটের আবহে এই হুমকি মেল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে’ জানিয়ে হুমকি ই-মেল, দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক

আপডেট : ১ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গতকাল কলকাতায় রাজভবন ও ন্যাশনাল মিউজিয়ামে নাশকতার হুমকি দিয়ে ই-মেল আসে। তদন্তে নেমেছে লালবাজার। তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লির একাধিক স্কুলে সাত সকালেই পাঠানো হল হুমকি ই-মেল। সেই ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি।

খবর পেতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল। পড়ুয়াদের তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বুধবার ভোরে দিল্লিতে কমপক্ষে ৬০টি স্কুলে বোমাতঙ্কের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রতিটি স্কুলেই মেলের মাধ্যমে হুমকি এসেছে। ওই ইমেলগুলির আইপি অ্যাড্রেস ট্রাক করে জানা গিয়েছে, তা ভারতের বাইরের। তবে দিল্লির পুলিশ সূত্রে এখনও এই মেলগুলির সূত্র নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেল পাঠানো হয়েছে, যে কারণে লোকেশন ঠিকভাবে ঠাহর করা যাচ্ছে না। লোকসভার ভোটের আবহে এই হুমকি মেল নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার।