০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক আন্দোলন : হরিয়ানা পুলিশের পেলেট গানে দৃষ্টি হারিয়েছেন ৩ কৃষক

সামিমা এহসানা
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 105

পুবের কলম ওয়েব ডেস্ক: ডবল ইঞ্জিনের ফায়দা তুলছে মোদি সরকার। এমএসপি সহ ২১ দফা দাবি নিয়ে দিল্লির পথে পাড়ি দিয়েছে কৃষকরা। আর তাদেরক আটকানোর সব রকম চেষ্টা করছে কেন্দ্র। আপ শাসিত পঞ্জাব কেন্দ্রের ফরমান মেনে নেয়নি। কিন্তু হরিয়ানার খট্টর সরকার আর কেন্দ্র মিলে ডবল ইঞ্জিনের চাকায় পিষে দেওয়ার চেষ্টা করছে কৃষকদের হিম্মত। নক্ক্যারজনক অভিযোগ উঠেছে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের বিরুদ্ধে। কৃষকদের আটকাতে শুধু কংক্রিটের দেওয়াল, কাঁটাতার, কাঁদানে গ্যাস আর রাবার বুলেট নয়, ব্যবহার হয়েছে পেলেট গান ও বুলেটও। পেলেট ব্যবহারের কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন। আর চিরকালের জন্য দৃষ্টি হারিয়েছেন তিনজন কৃষক। এই অভিযোগ করেছেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং। তিনি নিজেও চক্ষু বিশেষজ্ঞ। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তিনি জানান, এই তিনজন কৃষকের মধ্যে একজন চন্ডীগড়ের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দু’জন পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে। মন্ত্রী বলেন, ওই তিন জনের চক্ষু পরীক্ষা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। হরিয়ানা পুলিশ কৃষকদের আন্দোলন রূখতে শুধু জল কামান আর কাঁদানে গ্যাস নয়, বুলেট এবং পেলেট গানও ব্যবহার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হরিয়ানা পুলিশের এডিজি মমতা সিং।

অন্যদিকে কিষাণ মজদুর মোর্চা ও কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির কোঅর্ডিনেটর সরওয়ান সিং পান্ধের জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যথেচ্ছ বল প্রয়োগ করছে হরিয়ানা পুলিশ। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ ও বেসরকারি কোম্পানির তৈরি গোলাবারুদ ব্যবহার করছে পুলিশ।

আরও পড়ুন: কর্নাটক সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদে কৃষকরা

 

আরও পড়ুন: কৃষক আন্দোলনে জল ঢালতে ১৭৭ টি একাউন্ট বন্ধ করিয়ে দেওয়ার নির্দেশ এক্স কে

আরও পড়ুন: কৃষক আন্দোলনে অংশগ্রহণের পর হার্ট অ্যাটাকে মৃত্যু চাষীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষক আন্দোলন : হরিয়ানা পুলিশের পেলেট গানে দৃষ্টি হারিয়েছেন ৩ কৃষক

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ডবল ইঞ্জিনের ফায়দা তুলছে মোদি সরকার। এমএসপি সহ ২১ দফা দাবি নিয়ে দিল্লির পথে পাড়ি দিয়েছে কৃষকরা। আর তাদেরক আটকানোর সব রকম চেষ্টা করছে কেন্দ্র। আপ শাসিত পঞ্জাব কেন্দ্রের ফরমান মেনে নেয়নি। কিন্তু হরিয়ানার খট্টর সরকার আর কেন্দ্র মিলে ডবল ইঞ্জিনের চাকায় পিষে দেওয়ার চেষ্টা করছে কৃষকদের হিম্মত। নক্ক্যারজনক অভিযোগ উঠেছে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের বিরুদ্ধে। কৃষকদের আটকাতে শুধু কংক্রিটের দেওয়াল, কাঁটাতার, কাঁদানে গ্যাস আর রাবার বুলেট নয়, ব্যবহার হয়েছে পেলেট গান ও বুলেটও। পেলেট ব্যবহারের কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন। আর চিরকালের জন্য দৃষ্টি হারিয়েছেন তিনজন কৃষক। এই অভিযোগ করেছেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং। তিনি নিজেও চক্ষু বিশেষজ্ঞ। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তিনি জানান, এই তিনজন কৃষকের মধ্যে একজন চন্ডীগড়ের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দু’জন পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে। মন্ত্রী বলেন, ওই তিন জনের চক্ষু পরীক্ষা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। হরিয়ানা পুলিশ কৃষকদের আন্দোলন রূখতে শুধু জল কামান আর কাঁদানে গ্যাস নয়, বুলেট এবং পেলেট গানও ব্যবহার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হরিয়ানা পুলিশের এডিজি মমতা সিং।

অন্যদিকে কিষাণ মজদুর মোর্চা ও কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির কোঅর্ডিনেটর সরওয়ান সিং পান্ধের জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যথেচ্ছ বল প্রয়োগ করছে হরিয়ানা পুলিশ। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ ও বেসরকারি কোম্পানির তৈরি গোলাবারুদ ব্যবহার করছে পুলিশ।

আরও পড়ুন: কর্নাটক সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদে কৃষকরা

 

আরও পড়ুন: কৃষক আন্দোলনে জল ঢালতে ১৭৭ টি একাউন্ট বন্ধ করিয়ে দেওয়ার নির্দেশ এক্স কে

আরও পড়ুন: কৃষক আন্দোলনে অংশগ্রহণের পর হার্ট অ্যাটাকে মৃত্যু চাষীর