১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরফজমা হ্রদে হাঁটতে গিয়ে মার্কিন মুলুকে তলিয়ে মৃত্যু তিন ভারতীয় বংশোদ্ভূতর  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 65

 

 

আরও পড়ুন: আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

 

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

 

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

পুবের কলম ওয়েবডেস্ক:  প্রবল শীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জনজীবন। তারমধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বরফ জমা হ্রদে হাঁটতে গিয়ে তলিয়ে গেলেন তিন ভারতীয় বংশোদ্ভূত। প্রবল ঠান্ডা আর হিমাঙ্কের নীচে তাপমাত্রায় জমাট বেঁধে গিয়েছিল হ্রদের জল। কিন্তু হাঁটার চেষ্টা করতেই বিপত্তি। বরফের আস্তরণ ভেঙে যায়।

 

গত ২৬ ডিসেম্বরের দুর্ঘটনায় তিন জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার কিছু পরে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যদিও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ডুবুরি নামিয়ে হ্রদ থেকে অন্য দু’জনের দেহ  উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।।

কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নারায়ণ মুদ্দানা (৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটির (৪৭)। এঁরা অ্যারিজোনারই বাসিন্দা। স্থানীয় উডস ক্যানিয়ন লেকে ঘুরতে যান ওই তিন ভারতীয় বংশোদ্ভূত। অ্যারিজোনার অন্যতম জনপ্রিয় পর্যটকস্থল হল উডস ক্যানিয়ন। কিন্তু প্রবল ঠাণ্ডার জেরে জমে গিয়েছে ওই হ্রদের  জল।

হটাৎ করেই ওই তিন জন বরফজমা জলের ওপর দিয়ে হাঁটার সিদ্ধান্ত নেন। কিন্তু তারপরেই ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। বরফের চাঙড় ভেঙে তলিয়ে যান নারায়ণ এবং গোকুল। হরিতা  কে স্থানীয়রা কোনমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার অ্যারিজোনা পুলিশ উদ্ধার করে নারায়ণ এবং গোকুলের দেহ। এরপরই অ্যারিজোনার শেরিফ গোটা ঘটনা নিয়ে বিবৃতি দেয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বরফজমা হ্রদে হাঁটতে গিয়ে মার্কিন মুলুকে তলিয়ে মৃত্যু তিন ভারতীয় বংশোদ্ভূতর  

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

 

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

 

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

পুবের কলম ওয়েবডেস্ক:  প্রবল শীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জনজীবন। তারমধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বরফ জমা হ্রদে হাঁটতে গিয়ে তলিয়ে গেলেন তিন ভারতীয় বংশোদ্ভূত। প্রবল ঠান্ডা আর হিমাঙ্কের নীচে তাপমাত্রায় জমাট বেঁধে গিয়েছিল হ্রদের জল। কিন্তু হাঁটার চেষ্টা করতেই বিপত্তি। বরফের আস্তরণ ভেঙে যায়।

 

গত ২৬ ডিসেম্বরের দুর্ঘটনায় তিন জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার কিছু পরে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যদিও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ডুবুরি নামিয়ে হ্রদ থেকে অন্য দু’জনের দেহ  উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।।

কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নারায়ণ মুদ্দানা (৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটির (৪৭)। এঁরা অ্যারিজোনারই বাসিন্দা। স্থানীয় উডস ক্যানিয়ন লেকে ঘুরতে যান ওই তিন ভারতীয় বংশোদ্ভূত। অ্যারিজোনার অন্যতম জনপ্রিয় পর্যটকস্থল হল উডস ক্যানিয়ন। কিন্তু প্রবল ঠাণ্ডার জেরে জমে গিয়েছে ওই হ্রদের  জল।

হটাৎ করেই ওই তিন জন বরফজমা জলের ওপর দিয়ে হাঁটার সিদ্ধান্ত নেন। কিন্তু তারপরেই ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। বরফের চাঙড় ভেঙে তলিয়ে যান নারায়ণ এবং গোকুল। হরিতা  কে স্থানীয়রা কোনমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার অ্যারিজোনা পুলিশ উদ্ধার করে নারায়ণ এবং গোকুলের দেহ। এরপরই অ্যারিজোনার শেরিফ গোটা ঘটনা নিয়ে বিবৃতি দেয়।