ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবার তিনজন, অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন বছর পাঁচেকের ১ শিশু

- আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্কঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একই পরিবারের তিন জন। কিন্তু অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন বছর পাঁচেকের এক শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।সূত্রের খবর, শুক্রবার ভরদুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।উল্লেখ্য, বেলডাঙা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি।মূলত ডাক্তার দেখিয়ে ফিরছিলেন এক যুবক। সঙ্গে ছিল আরও তিন জন। যার মধ্যে ছিল একটি শিশুও। হঠাৎ একটি ডাম্পার পিছন থেকে এসে ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের চালক সহ আর দুই সওয়ারির।কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে কে। অলৌকিক ভাবে প্রাণে বেঁচে যান পাঁচ বছরের ওই শিশুটি।ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।এবং শিশুটিকে উদ্ধার করেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।