০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 88

পুবের কলম ওয়েবডেস্কঃ  আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশকর্মীরা। ঘটনার পর ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের ‘নরকের’ মুখোমুখি হতে হয়েছিল। নিহত তিন কর্মকর্তা হলেন, ডেপুটি উইলয়াম পেট্রি, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস। গুলিতে কে-৯ ড্রাগো নামের কুকুরটিও মারা গেছে। ৩৯ বছর ধরে কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগের সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন ফ্রেসার। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বিভাগ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। স্টোরজের নির্জন বাড়িতে প্রবেশের পর বিপদের মুখে পড়েন পুলিশ সদস্যরা। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে গুলি চলে। শেষপর্যন্ত স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। ঘটনার তদন্ত করছে কেন্টাকি রাজ্য পুলিশ।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

 

আরও পড়ুন: কানাডায় ভারতীয় যুবককে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন, আটক শ্বেতাঙ্গ ব্যক্তি

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশকর্মীরা। ঘটনার পর ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের ‘নরকের’ মুখোমুখি হতে হয়েছিল। নিহত তিন কর্মকর্তা হলেন, ডেপুটি উইলয়াম পেট্রি, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস। গুলিতে কে-৯ ড্রাগো নামের কুকুরটিও মারা গেছে। ৩৯ বছর ধরে কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগের সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন ফ্রেসার। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বিভাগ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত স্টোরজের স্ত্রীকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার আদেশ দিয়ে একটি পরোয়ানা জারি করে। স্টোরজের নির্জন বাড়িতে প্রবেশের পর বিপদের মুখে পড়েন পুলিশ সদস্যরা। সেখানে প্রায় তিন ঘণ্টা ধরে গুলি চলে। শেষপর্যন্ত স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ। ঘটনার তদন্ত করছে কেন্টাকি রাজ্য পুলিশ।

 

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

 

আরও পড়ুন: কানাডায় ভারতীয় যুবককে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন, আটক শ্বেতাঙ্গ ব্যক্তি

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি