২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু
মারুফা খাতুন
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 198
কুতুব উদ্দিন মোল্লা : ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের এক বাঘিনীর মৃত্যু হল। মৃত বাঘিনীর নাম সোহিনী। আনুমানিক ২৩ বছর বয়স হয়েছিল তার। বুধবার রাতেই মৃত্যু হয় সোহিনীর। দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর সমাধিস্থ করা হবে বলে বন দফতর সূত্রের খবর।
২৪ পরগনা বন বিভাগের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, “ বার্ধক্য জনিত কারণের জন্যই মৃত্যু হয়েছে সোহিনীর।” সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে শারীরিক ভাবে অসুস্থ ছিল সোহিনী। তার মৃত্যুতে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।









































